লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

PRS Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই PRS পদে কর্মী নিয়োগ; বেতন ৫৬ হাজার টাকা! জেনে নিন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

PRS Recruitment: সম্প্রতি ICMR-National Institute of Pathology তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের। নিয়োগ করা হবে Project Research Scientist পদে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ভাবে।

◆বয়স : Project Research Scientist পদে চাকরির জন্য আবেদন প্রার্থীদের বয়স হওয়া প্রয়োজন সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে। ৩৫ বছরের মধ্যে ছেলে মেয়ে উভয়েই এই পদে চাকরি করার জন্য আবেদন জানাতে পারবেন।পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ SC/ST/OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সের মধ্যে ছাড় পাবে।

PRS Recruitment

◆বেতন : বিজ্ঞপ্তি অনুসারে Project Research Scientist পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতনের পরিমাণ বেশ ভালোই , তাদের প্রতি মাসে বেতন রয়েছে ৫৬ হাজার টাকা করে। শুধু তাই নয় এর পাশাপাশি রয়েছে HRA এর সুবিধা।

আরও পড়ুন:Para Legal Volunteer Recruitment: চাকরি প্রার্থীদের জন্য নয়া সুখবর! এইবার মাধ্যমিক পাশেই ভলেন্টিয়ার নিয়োগ রাজ্যে! জেনে নিন বিস্তারিত

◆শিক্ষাগত যোগ্যতা: আবেদন প্রার্থীকে First Class Master’s Degree করা থাকতে হবে Life Science / Biotechnology / Biochemistry / Microbiology / Molecular Biology ইত্যাদি বিষয়ে যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। কিংবা Second class post-graduate degree করা থাকলেও আবেদন করা যাবে এই পদে। এর পাশাপাশি আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে ICMR-National Institute of Pathology এর তরফ থেকে এই পদে। ইচ্ছুক আবেদন প্রার্থীরা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিজেদের আবেদন জানাবেন।

PRS Recruitment

◆আবেদন পদ্ধতি: এই পদে চাকরি করার জন্য আবেদন জানাতে হবে Google Form এর মাধ্যমে। এরজন্য ICMR-National Institute of Pathology এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া Google Form লিংকে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে, আবেদন চলবে ১০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত। ইন্টারভিউ এর তারিখ ও স্থান পরবর্তীতে ICMR-National Institute of Pathology এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।