লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

WBPSC Recruitment 2024: সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

Updated on:

WhatsApp Group   Join Now

WBPSC Recruitment 2024: West Bengal Public Service Commission এর তরফ থেকে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি চাকরির স্বপ্ন যারা দেখেন তাদের জন্য সুবর্ন সুযোগ। আবেদন করলেই পাবেন চাকরি। ইচ্ছুক প্রার্থীরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

• নিয়োগকারী পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ চলছে তা হল- FISHERY EXTENSION OFFICER/ ASSISTANT FISHERY OFFICER/ ASSISTANT RESEARCH OFFICER / FISHERY SUPERVISOR/ ASSAY ASSISTANT।

• শূন্যপদের সংখ্যা: এখানে সবমিলিয়ে মোট ৮১ জন কে নিয়োগ দেওয়া হবে (SC-16, ST-05, OBC A- 05, PWD-06, EWS-08)।

• শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান, তাদেরকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Fishery Science বিষয় নিয়ে নুন্যতম চার বছরের স্নাতক ডিগ্রী পাশ করতে হবে। Fisheries, Aquaculture, Aquatic Resources এবং Fishing Harbour এই সমস্ত বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, বাংলা অথবা নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে।

আরও পড়ুনঃGovernment Scheme: সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০ টাকা! কীভাবে করবেন আবেদন! দেখে নিন এক নজরে

• বেতন: আপনি যদি এই পদে চাকরি পান তাহলে পে লেভেল ১০ অনুযায়ী প্রতিমাসে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত মাইনে পাবেন।

• বয়সসীমা: উপরিউক্ত পদগুলিতে আবেদন করতে চাইলে প্রার্থীর সর্বচ্চ বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিলেকশন করা হবে। প্রথমে, লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে, ইন্টারভিউয়ের হবে। সবশেষে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনাল প্রার্থীদের সিলেক্ট করা হবে।

• আবেদন ফি: S.C./S.T./PwBD প্রার্থীদের কোনপ্রকার আবেদন ফি দেওয়া লাগবে না, অন্যান্য প্রার্থীদের ১৬০/- টাকা ফি দিতে হবে।

আরও পড়ুনঃSSC Recruitment Scam: SSC দুর্নীতির পরেও চাকরিহারাদের মুখে হাসি! নিজের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী

• আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সর্ব প্রথম সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে, নির্ভুলভাবে ফর্ম ফিলাপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে।

• সময়সীমা: ১৩.০৫.২০২৪ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

বিঃদ্রঃ আরো বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন।

আরও পড়ুনঃPara Legal Volunteer Recruitment 2024: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভলেন্টিয়ার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; এক নজরে দেখে নিন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

 

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।