লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Succes Story: পরপর দু’বার UPSC-তে সফল এই নারীর জীবন কাহিনী অনুপ্রাণিত করবে আপনাকেও

Updated on:

WhatsApp Group   Join Now

Succes Story: UPSC দেশের অন্যতম কঠিনতম পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীরা কয়েকবছর কঠোর পরিশ্রম করেন একাগ্রতার সঙ্গে পড়াশোনা করে প্রস্তুতি নেন। মনের জোর ও আত্মবিশ্বাস খুবই জরুরি এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া ও উত্তীর্ণ হওয়ার জন্য। এমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে আজকের প্রতিবেদন। নাম গরিমা আগরওয়াল পরপর দুবার সফলভাবে UPSC জয় করে বর্তমানে তিনি একজন সফল IAS অফিসার। বর্তমানে, গরিমা আগরওয়াল তেলঙ্গানায় সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (ADM) হিসাবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুনঃFree Electricity Scheme: এইবার ফ্রিতে সোলার প্যানেল দিচ্ছে মোদি সরকার; কীভাবে করবেন আবেদন! জেনে নিন আজকের প্রতিবেদনে

গরিমা একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে তবে ছোটবেলা থেকেই পড়াশুনার প্রতি তার আগ্রহ প্রচুর ছিল। সরস্বতী বিদ্যা মন্দির, খারগোন থেকে প্রাথমিক শিক্ষ সম্পন্ন করার পর, গরিমা জেইই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআইটি হায়দ্রাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। জীবনে নিজের পায়ে দাঁড়ানোর এবং নিজের পরিচয় বানানোর যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়ন করার সাহস ছিল গরিমার মধ্যে।

ইন্টার্নশিপের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর জার্মানিতে। কিন্ত গরিমার স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়ার। তাই নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যেই গরিমা ফিরে আসেন এবং UPSC পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। IAS অফিসার হওয়ার জন্য প্রায় দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি ২০১৭ সালে UPSC পরীক্ষায় বসেন তিনি। এই পরীক্ষার মেধা তালিকাতেও নাম ছিল গরিমার। ইউপিএসসি পরীক্ষায় ২৪০ তম র‌্যাঙ্কের ভিত্তিতে আইপিএস ক্যাডারে চাকরি পেয়েছিলেন গরিমা।

কিন্তু স্বপ্ন ছিল তার IAS অফিসার হওয়ার। তাই তিনি আবার দ্বিতীয়বার কঠোর পরিশ্রম করে আবার UPSC পরীক্ষায় বসেন ও এইবার ৪০ তম র‍্যাঙ্কে পাস করেন ও IAS ক্যাডারে চাকরি পান। এছাড়া বর্তমানে তিনি সিভিল সার্ভিসের ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকেন।

আরও পড়ুনঃGovernment Scheme: সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০ টাকা! কীভাবে করবেন আবেদন! দেখে নিন এক নজরে

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।