লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Free Electricity Scheme: এইবার ফ্রিতে সোলার প্যানেল দিচ্ছে মোদি সরকার; কীভাবে করবেন আবেদন! জেনে নিন আজকের প্রতিবেদনে

Updated on:

WhatsApp Group   Join Now

Free Electricity Scheme: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চলতি বছরের বাজেটে নতুন রুপটপ সোলার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তার কিছু দিনের মধ্যেই, গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ দেশের প্রধানমন্ত্রী শুভ সূচনা করেন এই প্রকল্পের। যার মাধ্যমে যেসব নাগরিকরা নিজেদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাবেন, তাঁরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন ভর্তুকির টাকা। এছাড়াও সাধারণ মানুষ প্রয়োজনে পেয়ে যেতে পারেন কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা বা ঋণ। এই প্রকল্পের সাহায্যে সোলার প্যানেল বসানোর মোট খরচের ৪০ শতাংশ ভর্তুকি হিসেবে পেয়ে যাবেন আমজনতা।

আরও পড়ুনঃGovernment Scheme: সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০ টাকা! কীভাবে করবেন আবেদন! দেখে নিন এক নজরে

আমজনতা যদি নিজেদের বাড়ির ছাদের উপর সোলার প্যানেল বসিয়ে সৌরশক্তির সাহায্যে নিজেদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেন, তবেই সরকারের তরফ থেকে বিদ্যুতের ওপর দেওয়া হবে ভর্তুকির টাকা।

এই প্রকল্প চালু করার প্রধান কারণ: চিরাচরিত শক্তি ছেড়ে অচিরচরিত শক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোই প্রধান লক্ষ্য এই প্রকল্পের। এছাড়াও চিরাচরিত শক্তির উপর থেকে সাধারণ মানুষের নির্ভরশীলতা কমানো আর এক প্রধান লক্ষ্য এই প্রকল্পের। সরকারের লক্ষ্য সারা দেশ জুড়ে মোট এক কোটি সোলার প্যানেল লাগানো, যার ফলে সাশ্রয় হবে ৭৫ কোটি টাকার বিদ্যুৎ।

আরও পড়ুনঃSSC Recruitment Scam: SSC দুর্নীতির পরেও চাকরিহারাদের মুখে হাসি! নিজের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী

আবেদনের শর্তাবলী: দেশের গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা, যাদের নিজের বাড়ি রয়েছে তারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।

এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের সুবিধা: সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করলে বার্ষিক ১৫ থেকে ১৮ কোটি টাকা সাশ্রয় করতে পারবেন সাধারণ মানুষ। শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্যই নয়, সোলার প্যানেলে তৈরি হওয়া বিদ্যুৎ শক্তি ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার কোম্পানিগুলিকেও সরবরাহ করতে পারবেন সাধারণ মানুষ। এর ফলে বিভিন্ন মানুষ পেয়ে যাবেন কর্মসংস্থানের নতুন দিশা।

আবেদন পদ্ধতি: কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে করতে হবে সম্পূর্ণ আবেদন। আবেদনের জন্য বাড়ির মালিকানাসত্ত্ব, ইলেকট্রিকের বিল তাদের বিভিন্ন ডকুমেন্টস এর সাথে প্রদত্ত ফর্ম ফিলাপ করে আপলোড করে দিতে হবে।

আরও পড়ুনঃPost Office Payment Bank Recruitment: পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ; জেনে নিন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।