লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ration Card: এইবার বাতিল হতে চলেছে এই সকল রেশন কার্ড! আপনি নেই তো সেই তালিকায়?

Updated on:

WhatsApp Group   Join Now

 Ration Card:রেশন কার্ড (Ration card) একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিচিত প্রতিটি দেশবাসীর কাছেই। রাজ্য এবং দেশের অনেক মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষেরা এই পরিষেবার মাধ্যমে উপকৃত হয়।

কিন্তু ইতিমধ্যেই অনেক তথ্যই উঠে আসছে যারা রেশন কার্ডের জন্য যোগ্য নন তারাও রেশন পরিষেবা উপভোগ করছে, আবার কোথাও কোথাও এর পরিমাণ দ্বিগুন। যার ফলে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ জনগণ অনেকেই। সরকার এই সমস্যাটির সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছে, যারা দীর্ঘ ৬ মাস ধরে রেশন মারফত কোনো খাদ্যশস্য সংগ্রহ করেন নি বা যারা ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে দীর্ঘদিন এই পরিষেবা উপভোগ করছেন তাদের রেশন কার্ড এবার বাতিল হতে চলেছে ।

সূত্রানুযায়ী উত্তরপ্রদেশ সরকার এই সমস্যাটির সমাধানের জন্য একটি প্রকল্প শুরু করেছে, যার মাধ্যমে রেশন কার্ডের তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে এবং প্রয়োজনীয় ব্যক্তিদের নাম যোগ করা হচ্ছে। এই সমস্যাটির সমাধানের জন্য সরকার রেশন কার্ডের তালিকা আপডেট করে অযোগ্যদের বাদ দিচ্ছে এবং যোগ্যদের নাম তালিকায় যোগ করছে যাতে প্রয়োজনীয় ব্যাক্তিরা রেশন ব্যবস্থার সুবিধা উপভোগ করতে পারেন।

জানা গেছে ১ মে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে রেশন ব্যবস্থার পরিবর্তনগুলো কার্যকর করা হবে। এছাড়াও এই মাসে যারা রেশন নেবেন তাদের জন্য কিছু বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে।

করোনা আতিমারী বা লকডাউনের সময় এই রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে, এমনকি খেতে না পাওয়া মানুষরাও এই রেশন ব্যবস্থার সাহায্য উপভোগ করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্যও এই ব্যবস্থা বিশেষ উপযোগী ছিল। কিন্তু এখন সময় বদলেছে সেই কারনে রেশন ব্যবস্থায় দুর্নীতি দূর করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:Summer Vacation:শেষ হচ্ছে গরমের ছুটি! পুনরায় পঠন-পাঠন শুরু কবে থেকে! কী বলছে শিক্ষা দপ্তর?

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।