লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Job News: এইবার উচ্চমাধ্যমিক পাশেই মিলবে সরাসরি চাকরির সুযোগ! মাসিক বেতন ২৫,০০/-! জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Job News:  রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে মাত্র উচ্চমাধ্যমিক পাসেই মিলবে সরকারি চাকরি আর তার সাথে বেতন ও মিলবে মনের মত। তাহলে দেরি না করে জেনে নিন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আজকের প্রতিবেদনে।

• নিয়োগকারী পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর ও লোয়ার ডিভিশন ক্লার্ক।

• শুন্যপদের সংখ্যা: উক্ত পদে শূন্যপদের সংখ্যা প্রায় ৩৭১২টি।

• শিক্ষাগত যোগ্যতা:

১. প্রথমেই জানিয়ে রাখি রাখা হলো যে, প্রতিটি চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন হয়। তবে, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে প্রাথীকে যেকোন স্বীকৃত বিদ্যালয় বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে।
২. আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

• বয়সসীমা: ১.৮.২০২৪ অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর ও লোয়ার ডিভিশন ক্লার্ক দুই ক্ষেত্রেই প্রাথীদের বয়সের সময়সীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। SC প্রাথীদের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় রয়েছে। OBC দের ক্ষেত্রে ৩ বছরের রয়েছে। Pwbd unreserved এর ক্ষেত্রে ১০ বছরের ছাড় রয়েছে। Pwbd OBC দের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় রয়েছে। Pwbd SC/ST দের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় রয়েছে। Ex-serviceman দের ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে।

• বেতন: ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে প্রাথীদের বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা ধার্য্য করা হয়েছে। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে প্রাথীদের বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা ধার্য্য করা হয়েছে।

• নিয়োগ প্রক্রিয়া: SSC CHSL-এর নিয়ম অনুসারে টিয়ার ওয়ান ও টিয়ার টু এই দুটি অনলাইন পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য চাকরি প্রার্থীদের।

• আবেদন পদ্ধতি:

১. যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে নতুন ওয়েবসাইটে (https://ssc.gov.in) নিজের সমস্ত কিছু নথিভুক্ত করতে হবে।
২. যদি কোনো ব্যক্তি তাদের এককালীন নিবন্ধন (OTR) তৈরি করে না থাকেন তাহলে তাদের পূর্বের OTR হিসাবে এটি করতে হবে। তবে, খেয়াল রাখবেন যে, পুরানো ওয়েবসাইটে (https://ssc.nic.in) তৈরি করা OTR কিন্তু নতুন ওয়েবসাইটের কার্যকারী হবেনা। তবে, ওয়েবসাইটে একবার OTR তৈরি হয়ে গেলে, নতুন ওয়েবসাইটে আবেদন করা সমস্ত পরীক্ষার জন্য এটি বৈধ থাকবে।
২. তারপর তাতে ইমেল আইডি থেকে শুরু করে মোবাইল নম্বর সহ সবকিছু দিতে হবে। ব্যক্তিগত কোন তথ্য ভুল দেবেন না।
৩. এমনকি নিজের পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে।
৪. এরপর আবেদনগুলি শুধুমাত্র SSC হেডকোয়ার্টারের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন মোডে জমা দিতে হবে।

বি.দ্র- নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পরে নিন।

আরও পড়ুন:Interest Rate : ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৭৫% ! উচ্চহারে সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।