লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ration Card: মে মাস থেকেই বাতিল কিছু লোকের রেশন কার্ড! আপনি সেই তালিকায় নেই তো! দেখে নিন কাদের কার্ড বাতিল হতে চলেছে

Updated on:

WhatsApp Group   Join Now

Ration Card Canceled : রাজ্যে করোনার জন্য হওয়া লকডাউনের সময় থেকেই কে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র মানুষের কথা মাথায় রেখে ও তাদের আর্থিক সমস্যার কথা মাথায় রেখে রেশন কার্ডের মাধ্যমে তাদের জন্য ফ্রী তে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যেই ব্যবস্থা লকডাউনের পর অর্থাৎ বর্তমানেও জাতি রয়েছে। অনেক মানুষ এখনো এই রেশন (Ration Card) নেন।

তবে ভোটের পূর্বেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে মে মাস থেকে রাজ্যে অনেক রেশন কার্ড বাতিল করা হতে পারে। কারণ এই রেশনের ব্যবস্থা করা দরিদ্র মানুষের জন্য যার সুবিধা অনেকেই নিয়ে থাকেন। এর আগেও বহু রেশন কার্ড বাতিল করা হয়েছে পূর্বে।

রেশন কার্ড ডিজিটাইজ করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয়। আর তাতেই দেখা যায় দেশে কোটি কোটি ভুয়ো রেশন কার্ড আছে। সেগুলো ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই প্রায় দুই কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে পাঁচ কেজি করে চাল রেশনে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা। তবে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে, যে সমস্ত গ্রাহকরা গত ৬ মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন না তাঁদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এই বিজ্ঞপ্তি জারি করার কারণ এই বিনামূল্যে রেশনের উদ্যোগ নেওয়া হয়েছিল দরিদ্র ও সাধারণ মানুষের জন্য যাদের এই রেশনের (Ration Card) সত্যিই প্রয়োজন। তবে যাদের এই রেশনের প্রয়োজন বা যারা ছয় মাসের বেশি রেশন নিচ্ছেন না, তাদের কার্ড বাতিল করা হবে চলতি মাস থেকেই বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন: BSNL: গ্রাহকদের জন্য সুখবর! BSNL-এর নতুন প্ল্যানে একবার রিচার্জেই চলবে মাসের পর মাস! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।