লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Mamata Banerjee: SSC-এর রায়ের পরেই চাকরি নিয়ে সুখবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়! কী বললেন তিনি!

Updated on:

WhatsApp Group   Join Now

Mamata Banerjee: গত সোমবার হাইকোর্টের রায়ের আধার প্যারে ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। SSC দুর্নীতি নিয়ে লড়াই আজ থেকে না বহু বছর ধরেই চলছিল তবে সেই মামলার রায় বেরোলো সম্প্রতি। চাকরি হারিয়েছেন বহু যুবক-যুবতী। সেই নিয়ে হতাশ প্রার্থীরাও আর তাদের পরিবারও। সেই প্রতিরোধে রাস্তায় নেমেছেন চাকরিহারা প্রার্থীরা। ২৮১ পাতার রায়ে বিচারপতিদের নির্দেশ বেআইনি নিয়োগের অভিযোগে যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি যেখানে সুদের হার ধরা হয়েছে ১২ শতাংশ। তবে, এই বিষয়টি একেবারেই হালকাভাবে দেখেননি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ কর্তৃপক্ষ।

এই রায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই পরিস্থিতিতে ২২ এপ্রিল রায়গঞ্জে দুটি সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই চাকরি বাতিল নিয়ে যেমন তিনি সরব হয়েছেন তেমনি আরো ১০ লক্ষ চাকরি তৈরির ঘোষণা করেছেন।

নতুন চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর:

বর্ধমানে আউশগ্রামের একটি নির্বাচনী সভা থেকে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘দেউচা পাঁচামি’ কয়লা প্রকল্পে ১ লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে। আসানসোলে গ্যাসের সন্ধানে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। সেখানে লোকাল ছেলে মেয়েদের চাকরি হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি জানান তার হাতে এখনো সরকারি দপ্তরের ১০ লক্ষ এক্সটা চাকরি হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্টের অর্ডারকে মুখ্যমন্ত্রী বেআইনি অর্ডার বলে সাব্যস্ত করেছেন। মমতা বলেন ” আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি থাকবো। আমি কারো পাশ থেকে সরে দাঁড়াবো না।”

আড়ও পড়ুন:Jobs News: এক বছরের প্রশিক্ষণে মিলবে চাকরি! মাসিক সাইপেন্ড ৯,০০০ টাকা! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।