লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Omron Scholarship: ২০,০০০ প্রাইভেট স্কলারশিপ! কারা পাবেন এই টাকা! কীভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন!

Updated on:

WhatsApp Group   Join Now

Omron Scholarship:  ওমরন হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড – সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং জীবন যাপনে পরিষেবা প্রদান করে থাকে। এই সংস্থা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য আর্থিক সাহায্য করতে সারা দেশ জুড়ে ২০০০০ টাকা করে দেবে। তাহলে জেনে নিন কি উপায়ে এই কি কি আবদ্ধ নথি প্রয়োজনীয় এই স্কলারশিপে আবেদনের জন্য।

• স্কলারশিপের টাকার পরিমাণ: নির্বাচিত ছাত্রীরা এই স্কলারশিপ কুড়ি হাজার টাকা এককালীন অনুদান পাবে, শিক্ষার্থীরা এই বৃত্তির টাকা মূলত টিউশন ফি, হোস্টেল ফি, মেস ফি, ভ্রমণ খরচ, বই, স্টেশনারি, ডিভাইস/ডেটা, চিকিৎসা বীমা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।

• স্কলারশিপে (Omron Scholarship) আবেদন করার যোগ্যতা:

১. ইচ্ছুক আবেদনকারীকে ছাত্রীকে অবশ্যই ভারতের কোন স্বীকৃত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে পাঠরত হতে হবে।
২. শিক্ষার্থীদের প্রারম্ভিক শিক্ষাবর্ষের পরীক্ষায় নূন্যতম ৭৫ শতাংশ নাম্বার রাখতে হবে।
৩. আবেদনকারীর বার্ষিক আয় কোন ভাবে ৮ লক্ষের বেশি হওয়া চলবে না।

• আবেদন পদ্ধতি:

১. আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে Buddy4Study এর অফিসিয়াল সাইটে লগইন করতে হবে। যদি নাম রেজিস্টার না থাকে সেক্ষেত্রে নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নাম নথিভুক্ত করে পুনরায় লগইন করতে হবে।
২. লগইন করে ‘Omron Healthcare Scholarship 2024-25’ অপশানে ক্লিক করলে আপনাকে আবেদনের পৃষ্ঠায় রিডাইরেক্ট করে দেওয়া হবে। এরপর ‘Start Application’ করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।
৩. আবেদন পত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন এবং নির্দেশিত নথিগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করুন। একবার চেক করে নিন এবং ফাইনাল সাবমিট করুন।

• আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

১. প্রারম্ভিক শিক্ষা বর্ষের মার্কশিট
২. সরকার প্রদত্ত জাতীয়তার প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)
৩. চলতি শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণ (শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ/ প্রার্থী নিজস্ব আইডি কার্ড)।
৪. প্রার্থীর পারিবারিক আয়ের প্রমান (সরকারি কর্তৃপক্ষ থেকে আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)
৫. সাম্প্রতিক কালারিং পাসপোর্ট সাইজের ছবি।

• আবেদনের সময়সীমা: এই স্কলারশিপে আবেদন পত্র গৃহীত হবে ৩১ মে, ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুন:Madhyamik Result Update: প্রকাশ্যে এলো মাধ্যমিকের ফলাফল! মাধ্যমিকের রেজাল্ট জানুন এক ক্লিকে, রইল Link

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।