লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Job Alert: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি; জানুন আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Job Alert: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি গ্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি সরকারি ও পার্মানেন্ট চাকরি। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

• নিয়োগকারী পদের নাম: এখানে মোট ৬টি পোষ্টে নিয়োগ করা হচ্ছে যা হল-

১. Audio-Video Technician
২. Front Desk Executive
৩. MDP Room-keeping Executive
৪. Catering Service Executive
৫. Account Assistant
৬. Data Entry Operator

Table of Contents

• শূন্যপদের সংখ্যা: শূন্যপদের সংখ্যা সম্পর্কিত বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পরে নিন।
• শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতার মানদন্ড ভিন্ন ভিন্ন। ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্রাজুয়েট পাশ যোগ্যতা সাথে অভিজ্ঞতার প্রয়োজন। বাদবাকি পদগুলির জন্য উচ্চমাধ্যমিক/স্নাতক এমনকি ডিপ্লোমাও চাওয়া হয়েছে।
• বেতন: উপরিউক্ত প্রতিটি পদে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী একুশ হাজার থেকে পয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেতন থাকবে প্রতিমাসে।
• বয়সসীমা: প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র Data Entry Operator পদের বেলায় সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স থাকা লাগবে। সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/PWD) প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
• নিয়োগ প্রক্রিয়া: এখানে ২টি ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা পাশ করবেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবশেষে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থীদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে।
• আবেদন পদ্ধতি:

১. এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে।
২. সর্বপ্রথম, সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
৩. এরপরে, আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য যেমন- নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরন দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
৪. সবশেষে, পাসপোর্ট সাইজ ফটো ও সই, পাশাপাশি অন্যান্য ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং ফর্মটিকে যাচাই করে ফাইনাল সাবমিট করে দিতে হবে।

• সময়সীমা: উক্ত পডগুলিতে আবেদনের সময়সীমা ৮ই মে ২০২৪ পর্যন্ত।

 

আড়ও পড়ুন:Omron Scholarship: ২০,০০০ প্রাইভেট স্কলারশিপ! কারা পাবেন এই টাকা! কীভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন!

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।