লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Reduce Electic Bill : দিনভর এসি চালিয়েও বিল আসবে যৎসামান্য! মানতে হবে এই কটি ট্রিকস

Updated on:

WhatsApp Group   Join Now

Reduce Electic Bill : বাইরে যখন ৪৩° তাপমাত্রা তখন ঘরে এসি না চালিয়ে থাকার উপর নেই। এই হাসফাসানি গরমে নাজেহাল ছোটো থেকে বড়ো সবাই। এহেন অবস্থায় একমাত্র এসি মন ও শরীর ঠাণ্ডা করতে পারে। তবে এসি চালালেই চড়চড়িয়ে বাড়তে থাকে ইলেকট্রিক বিল। এসি চালিয়েও ইলেকট্রিক বিল কম করার কয়েকটি সহজ উপায় জেনে নিন আজকের প্রতিবেদনে।

৫ স্টার এসি ব্যবহার: স্টার অনুযায়ী বিভিন্ন এসির বিভিন্ন দাম হয়। সস্তায় এসি যেবার জন্য অনেকেই ৩ স্টার এসি কিনে থাকেন তাতে ইলেকট্রিক বিল বেশি আসে। তবে একটু দম বেশি হলেও ৫ স্টার এসি কিনতে এসি চালালেও বিল কম আসবে।

এসির তাপমাত্রার নির্দিষ্টকরণ: বিদ্যুৎ খরচ কম করার অন্যতম একটি উপায় হল এসির তাপমাত্রা নির্দিষ্ট করা। অনেকেই এসির তাপমাত্রা কমিয়ে রাখে এতে কম্প্রেসারে চাপ পড়ে। যার ফলে চড়চড়িয়ে বিদ্যুৎ খরচ হয়। তাই এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভালো। এতে প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ বিল কম হয়।

বারংবার এসি অন-অফ না করা: এসি চালানো সত্বেও বিদ্যুৎ খরচ হবে কম যদি বারবার এসি অন-অফ না করা হয়। কারণ একাধিকবার যদি AC চালু-বন্ধ এতে কম্প্রেসারে ধাক্কা লাগে। যার ফলে ইউনিট খরচ অনেকটাই হয়ে যায়। তাই এসি বারবার অন-অফ করা উচিত না। এই উপায়টি মেনে চললে বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে।

এসির আউটডোর রোদ থেকে দূরে রাখা: এসি চালানোর ক্ষেত্রে কম্প্রেসারের দিকে নজর দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এসির কম্প্রেসার যদি সমস্যা করে তাহলে এসি চালানো দায় হয়ে উঠবে। তাই কম্প্রেসারকে স্বাভাবিক রাখতে এসির আউটডোর ইউনিট সব সময় রোদ থেকে দূরে রাখা উচিত। যার ফলে কম্প্রেসারে চাপও পড়বে না এবং বিদ্যুৎ খরচ কম হবে।

অন্যান্য ইলেকট্রিক যন্ত্র বন্ধ রাখা: ইলেকট্রিক বিল খরচ কম করতে এসি চালানোর সময় বন্ধ রাখতে হবে ঘরের অন্যান্য ইলেকট্রিক যন্ত্র। অর্থাৎ বাড়িতে যখন এসি চালাবেন তখন ফ্রিজ, টিভি, অন্যান্য ইলেকট্রিক যন্ত্রগুলি বন্ধ রাখলে বিদ্যুতের ইউনিট কম পোড়ে। ফলে মাসে মোটা টাকা ইলেকট্রিক খরচ দিতে হয় না।

দরজা জানালা বন্ধ রাখা: এসি চালালে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হবে। যার ফলে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং এসির বিদ্যুৎ খরচ কম হবে।

নিয়ম করে সার্ভিস করা: বিদ্যুৎ বিল খরচ কম করার অন্যতম উপায় হল এসি সার্ভিস করা। দীর্ঘদিন এসি চললে তার ভিতরে ধুলোবালি জমা হয়। এতে কুলিং পদ্ধতি কমে যায়। তাই বিদ্যুৎ খরচ কম করতে এসি সার্ভিস করান। এতে ঘর দ্রুত ঠান্ডা হবে।

এসির সাথে সিলিং ফ্যান ব্যবহার: ঘরে এসি চালানোর সময় অবশ্যই সিলিং ফ্যান ব্যবহার করা উচিত। অনেকেরই ধারণা রয়েছে এসি ও সিলিং ফ্যান দুটো ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসে। কিন্তু না, এ দুই মেশিন একসাথে ব্যবহার করলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং কম্প্রেসারের চাপ কমে। যার ফলে ইউনিট খরচও অনেকটাই কম হয়।

আরও পড়ুন:Lakshmir Bhandar 2024: ভোটের আবহেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের! টাকা পেতে অবশ্যই করতে এই হবে এই কাজ!

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।