লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Yuvashree Prakalpa 2024: যুবশ্রী প্রকল্পে আবেদনই মিলবে ১৫০০ টাকা! দেখে নিন কারা আবেদনের যোগ্য! কীভাবেই বা করবেন আবেদন!

Published on:

WhatsApp Group   Join Now

Yuvashree Prakalpa 2024: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় আবেদন করলে মাসিক ১৫০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন আবেদনকারীরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

তবে এই প্রকল্পের সুবিধাভোগ করার জন্য অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও বেকার হতে হবে। যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীকে প্রতি মাসে 1500 টাকা করে,সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে থাকে। এই যুবশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি জেনে নিন।

Yuvashree Prakalpa 2024

প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যেসমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন তা হলো-
১) আধার কার্ড।
২) বয়সের প্রমান পত্র।
৩) নামের প্রমান পত্র।
৪) বসবাসের প্রমাণপত্র।
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
৬) জাতিগত শংসাপত্র(যদি থাকে)।

আরও পড়ুন:Bank Of Baroda Recruitment: কোনোপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ মিলবে ব্যাঙ্ক অফ বরোদায়! কোন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের! জানুন বিস্তারিত

আবেদন পদ্ধতি:
১) প্রথমে employmentbankwb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর New Enrollment Job Seeker এ ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে নিচে থাকা বক্সে টিক মার্ক দিয়ে সাবমিট করতে হবে
৪) আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ ও সাবমিট করতে হবে।
৫) পরবর্তী পেজে ডকুমেন্টস গুলো ভালো ভাবে আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

Yuvashree Prakalpa 2024

৬) আবেদন হয়ে গেলে একটি Temporary EB নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও আবেদন এপ্রুভ হয়ে গেলে, রেজিস্ট্রার মোবাইল নাম্বারে ID & Password চলে আসবে।
৭) পরবর্তীতে আইডি পাসওয়ার্ড দিয়ে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Status Check করতে পারবেন। এছাড়াও Waiting List এ নাম আসছে কিনা, তা জানতে অফিসিয়াল ওয়েবসাইট সবসময় ফলো করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।