লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Bank Of Baroda Recruitment: কোনোপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ মিলবে ব্যাঙ্ক অফ বরোদায়! কোন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group   Join Now

Bank Of Baroda Recruitment: ব্যাঙ্ক অফ বরোদায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির অনেক্ষায় যেসব প্রার্থীরা দিন গুনছেন তার জন্য দারুন খবর ও দারুন একটি সুযোগ। তবে এখানে নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। শূন্যপদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆নিয়োগকারী পদের নাম: বিজনেস করেসপণ্ডেন্ট সুপারভাইজর হিসেবে নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ বরোদায়।

Bank Of Baroda Recruitment

◆শূন্যপদের সংখ্যা: ব্যাঙ্ক অফ বরোদায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।

◆শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আগ্রহী আবেদনকারী যদি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী হন, তাহলে তাঁকে চিফ ম্যানেজার বা সমগোত্রীয় পদ পর্যন্ত যে কোনও পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি বা কো-অপারেটিভ ব্যাঙ্কেও কাজের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে।

অন্যদিকে তরুণদের জন্য কম্পিউটার জ্ঞান সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। তবে এমএসসি, বি.ই বা বিটেক বা এমসিএ কোর্স করা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Bank Of Baroda Recruitment

◆বয়সসীমা: ব্যাঙ্ক অফ বরোদায় কাজের জন্য আবেদনকারী যদি কোনও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী হয়, তাহলে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। অন্যদিকে তরুণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

◆বেতন: বিজনেস করেসপেণ্ডেন্ট সুপারভাইজর পদে কাজের জন্য ১৫ হাজার টাকা মাসিক বেতন পাবেন নির্বাচিত প্রার্থী। ১৫ হাজার টাকা ফিক্সড কম্পোনেন্টের পাশাপাশি ১০ হাজার টাকার ভ্যারিয়েবল কম্পোনেন্টও রয়েছে প্রার্থীদের জন্য। এছাড়া দেওয়া হবে মাসিক ২০০ টাকা মোবাইলের খরচ বাবদ এবং যাতায়াত খরচ বাবদ মাসিক ২০০০ টাকা দেওয়া হবে প্রার্থীকে।

আরও পড়ুন:Lakshmir Bhandar Payment Status: জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকল? চেক করে নিন এই পদ্ধতিতে

◆নিয়োগের মেয়াদ: এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। এক্ষেত্রে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ব্যাঙ্ক অফ বরোদায় এই পদের জন্য ৩ বছরের চুক্তিতে কাজে নেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে। পরে এই মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে কোনও তথ্য জানায়নি ব্যাঙ্ক অফ বরোদা।

Bank Of Baroda Recruitment

◆আবেদন পদ্ধতি: ব্যাঙ্ক অফ বরোদার রিজিওনাল ম্যানেজারকে উদ্দেশ্য করে ডাকযোগে পাঠাতে হবে আবেদনপত্র। জুন মাসের ৩০ তারিখের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে ডাকযোগে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে সমস্ত তথ্য যাচাই করে তারপর আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।