লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Lakshmir Bhandar Payment Status: জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকল? চেক করে নিন এই পদ্ধতিতে

Published on:

WhatsApp Group   Join Now

Lakshmir Bhandar Payment Status: আগামী ৪ জুন প্রধানমন্ত্রী নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অনুদানের টাকা। যদিও বেশ কিছু উপভোক্তাকে এই সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে একটুও দেরি করছে না সরকার। ট্রান্সফার হতে শুরু করেছে ২ এপ্রিল, রবিবার থেকেই। আগামী ৭-৮ দিনের মধ্যের মধ্যেই এই টাকা ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা না পাওয়ায় কয়েকটি কারণ:
  • আবেদনকারী পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলা নন।
  • আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়।
  • আবেদনকারীর পরিবার পশ্চিমবঙ্গের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের অধীনে তালিকাভুক্ত নয়।
  • আবেদনকারীর পরিবারের কোনও একজন কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে, নিয়মিত বেতন বা পেনশন প্রাপ্ত স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

আরও পড়ুন: Railway Kaushal Vikas Yojana 2024: এইবার মাধ্যমিক পাশে বিনামূল্যে শিখুন রেলের কাজ! আজই আবেদন করুন রেল কৌশল বিকাশ যোজনায়

টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে যাবার উপায়:

লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করেই জেনে নিতে পারবেন যে কবে ঢুকবে টাকা। আপনি ব্যাঙ্কের পাসবুক আপডেট করেও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ট্রান্সফার করা হয়েছে কিনা, তা জানতে পারবেন। আর তা না হলে স্ট্যাটাস চেক করার পদ্ধতি রইল নিম্নলিখিত-

  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • আপনার আবেদন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর বা স্বাস্থ্য সাথী নম্বর লিখতে হবে।
  • প্রদত্ত ক্যাপচা কোড লিখুন এবং ‘Search’এ ক্লিক করুন।
  • এবার আপনার লক্ষ্মীর ভাণ্ডার মাসিক পেমেন্ট স্ট্যাটাসের বিশদ বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হবে।

প্রসঙ্গত, SC এবং ST শ্রেণীর অন্তর্গত পরিবারের মহিলারা – প্রতি মাসে 1,200 টাকা ও জেনারেল বিভাগের অন্তর্গত পরিবারের মহিলারা – প্রতি মাসে 1,000 টাকা করে পান।

About Author