লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Railway Kaushal Vikas Yojana 2024: এইবার মাধ্যমিক পাশে বিনামূল্যে শিখুন রেলের কাজ! আজই আবেদন করুন রেল কৌশল বিকাশ যোজনায়

Published on:

WhatsApp Group   Join Now

Railway Kaushal Vikas Yojana: রেলমন্ত্রকের পক্ষ থেকে চালু হয়েছে এই বিশেষ যোজনা। যার নাম ‘রেল কৌশল বিকাশ যোজনা’। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই এবার রেলমন্ত্রকের তরফ থেকে রেলের বিভিন্ন কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে দেশের নাগরিকদের।

প্রশিক্ষণের জন্য আবেদনের মাপকাঠি যোগ্যতা ও অনান্য বিষয়ে জানতে আজকের প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

Railway Kaushal Vikas Yojana

◆প্রশিক্ষণের বিষয়: এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত ভারতীয় নাগরিকরা রেল বিভাগের বিভিন্ন কাজ যেমন-
শীতাতপ যন্ত্র সারাই,
কাঠের কাজ,
মেশিনিস্ট,
সিএনএসএস,
মেকানিক ইত্যাদি কাজের জন্য প্রশিক্ষণ পাবেন।

◆এই যোজনা চালু করার কারণ: ভারতে কর্মসংস্থানহীন বেকার যুবক-যুবতীর সংখ্যা যথেষ্ট বেশি। সেই কারণেই সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা যাতে নিজেদের কর্মসংস্থান পেতে পারেন তার জন্যই এমন অভিনব যোজনা নিয়ে এসেছে ভারতীয় রেল মন্ত্রক। সারা দেশ জুড়ে যুবক-যুবতীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:Axis Bank Job Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার অ্যাক্সিস ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের! জানুন আবেদন পদ্ধতি

◆আবেদনের মূল্য: এই প্রশিক্ষণের জন্য কোন টাকা জমা দিতে হবে না।

◆আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র যে কোন সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকরা। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আগ্রহী প্রার্থীদের মেডিকেল ভাবে ফিট থাকতে হবে এবং আবেদনের জন্য M.B.B.S. ডাক্তারের কাছ থেকে একটি ফিটনেস সার্টিফিকেট জমা করতে হবে।

Railway Kaushal Vikas Yojana

◆বয়সসীমা: আবেদনকারীকে ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

◆প্রশিক্ষণের সময়সীমা: মোট তিন সপ্তাহের জন্য চলবে এই প্রশিক্ষণ। সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্রশিক্ষণ চলাকালীন অবশ্যই ৭৫ শতাংশ উপস্থিতি রাখতে হবে।

◆মাসিক বৃত্তি: এই প্রশিক্ষণের জন্য কোন রকম মাসিক বৃত্তি বা বেতনের সুবিধা প্রদান করা হবে না।

Railway Kaushal Vikas Yojana

◆নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে তাদের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে। অর্থাৎ আগ্রহী প্রার্থী মাধ্যমিক পরীক্ষায় যত নম্বর পেয়েছেন তার উপরেই নির্ভর করে তাদের বাছাই করে নেওয়া হবে। মাত্র দু মাসের ব্যবধানে এই প্রশিক্ষণের জন্য নতুন ব্যাচ শুরু হয়।

◆আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আরো বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।