লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

JNU Job 2024: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; বেতন ৫৬ হাজার টাকা! জেনে নিন কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে!

Published on:

WhatsApp Group   Join Now

JNU Job 2024: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে Project Technical Support III ও Project Research Scientist-I পদে। নিয়োগ করা হচ্ছে এই পদে অস্থায়ী ভাবে তিন বছরের জন্য। ইচ্ছুক প্রার্থীরা আবেদনের মাপকাঠি জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆নিয়োগকারী পদের নাম: Project Technical Support III ও Project Research Scientist-I পদে নিয়োগ করা হবে কর্মী।

◆শিক্ষাগত যোগ্যতা: Project Research Scientist-I পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে First Class কিংবা Second Class Post Graduate Degree করা থাকতে হবে সাথে Biological Sciences এ PG Degree কিংবা Biological Sciences এ PG Degree ও Ph.D করা থাকতে হবে।

JNU Job 2024

Project Technical Support III পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রাসঙ্গিক বিষয়/ক্ষেত্রে তিন বছরের স্নাতক + তিন বছরের অভিজ্ঞতা বা প্রাসঙ্গিক বিষয়/ক্ষেত্রে পিজি।

◆বয়সসীমা: Project Research Scientist l আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।

আরও পড়ুন:APJ Job Recruitment: রাজ্যের স্কুলগুলিতে APJ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; আবেদন করুন এইভাবে

Project Technical Support III পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের শিথিলতা থাকবে।

◆বেতন: Project Research Scientist-I পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 56 হাজার টাকা করে, এর পাশাপাশি 27% HRA প্রতি মাসে।

JNU Job 2024

Project Technical Support III পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 28 হাজার টাকা করে, এর পাশাপাশি 27% HRA প্রতি মাসে।

◆আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উপরে উল্লেখিত পদ দুটিতে আবেদন করতে হবে জিমেইল এর মাধ্যমে। উপযুক্ত ডকুমেন্টস সহকারে আবেদন ফর্ম PDF করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিমেইলে([email protected]) পাঠাতে হবে।

◆আবেদনের সময়সীমা: 04/06/2024 তারিখের মধ্যে আবেদনপত্র জোকস করতে হবে।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে সমস্ত তথ্য যাচাই করে তারপর নিজের দায়িত্বে আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।