লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Indian Air Force Recruitment: বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ বায়ুসেনায়; জেনে নিন আবেদনের মানদণ্ড

Published on:

WhatsApp Group   Join Now

Indian Air Force Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় বায়ুসেনায় তিনটি বিভাগে করা হবে এই নিয়োগ। বিপুল শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

Indian Air Force Recruitment

◆নিয়োগকারী পদের নাম: ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) এবং গ্রাউন্ড ডিউটি (নন টেকনিক্যাল), এই তিন শাখায় নিয়োগ হবে।

◆শূন্যপদের সংখ্যা: সব মিলিয়ে মোট ৩০৪টি পদে নিয়োগ হবে কর্মী। এর মধ্যে ‘ফ্লাইং’ বা AFCAT-র জন্য ২৯ জনকে নিয়োগ করা হবে। AFCAT-র গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) পদে ১১১ জনকে নিয়োগ করার কথা, AFCAT , গ্রাউন্ড ডিউটি( Non-Technical) শাখায় ৪৫টি আসনে নিয়োগ করা হবে।

আরও পড়ুন:Yuvashree Prakalpa 2024: যুবশ্রী প্রকল্পে আবেদনই মিলবে ১৫০০ টাকা! দেখে নিন কারা আবেদনের যোগ্য! কীভাবেই বা করবেন আবেদন!

◆শিক্ষাগত যোগ্যতা: AFCAT-র ফ্লাইংয়ের যে ৪৫টি পদে নিয়োগ হবে, তাতে সুযোগ পেতে হলে ন্যূনতম দ্বাদশ স্তরের পরীক্ষায় অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রত্যেকটিতে ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে।

তা ছাড়া যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক স্তরের ডিগ্রিও থাকা আবশ্যক। তাতে ৬০ শতাংশ নম্বরও পেতে হবে। যাঁদের বিই/বি.টেক ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া আরও কিছু মানদণ্ড থাকছে। ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটে গেলে বিশদ জানা যাবে।

AFCAT-র গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) বিভাগে চাকরি পেতে হলে দ্বাদশে অঙ্ক এবং পদার্থবিদ্যায় আলাদা ভাবে ৬০ শতাংশ নম্বর আবশ্যক। এছাড়া স্নাতকের ডিগ্রি নিয়েও কিছু যোগ্যতার মান রয়েছে।

Indian Air Force Recruitment

AFCAT-র গ্রাউন্ড ডিউটি(নন টেকনিক্যাল) পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের একাংশের জন্য, যে কোনও বিষয়ে স্নাতকের ডিগ্রি কোর্স উত্তীর্ণ হওয়া আবশ্যক। কিছু কিছু পদের জন্য বি.কম-ই জরুরি। দুটি ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর দরকার।

◆বেতন ও বয়সসীমা: বেতন ও বয়সসীমা সম্পর্কে তথ্য পাওয়া যাবে ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটে।

◆নিয়োগ প্রক্রিয়া: আগামী ৯, ১০ এবং ১১ অগাস্ট AFCAT-র পরীক্ষা হওয়ার কথা। প্রত্যেকটি পদের জন্য ন্যূনতম এবং ঊর্ধ্বতম বয়সসীমা স্থির করা রয়েছে। ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।