লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

DA Hike প্রকাশ্যে এসেছে ভোটের ফলাফল! আর ঠিক তারপরই বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group   Join Now

DA Hike: ভোটের ফলাফলের পর ই সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। একাধারে বাড়তে চলেছে মহার্ঘ্য ভাতা বা ডিএ অপরদিকে গঠিত হবে অষ্টম বেতন কমিশন। এই বিষয়ে বিশদে জেনে নিন আজকের প্রতিবেদনে।

Table of Contents

DA Hike

◆মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির পরিমাণ:

জুন মাসের শেষের দিকে 8 শতাংশ বৃদ্ধি করে মোট 54% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কর্মীদের। বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাঙ্কে ঢুকবে টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে, ডিএ বছরে দু’বার, জানুয়ারী ও জুলাই মাসে কার্যকর করা হয়। আর এবার আরও 4% DA ঘোষণা হলে, তা হয়ত 1 জুলাই কার্যকর করা হতে পারে।

DA Hike

◆অষ্টম বেতন কমিশন গঠন:
প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। সপ্তম বেতন কমিশন 1 জানুয়ারী, 2016 থেকে কার্যকর হয়েছিল এবং 2013 সাল থেকে এর প্রস্তুতি শুরু হয়েছিল। 25 সেপ্টেম্বর 2013 সালে সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।

এই বেতন কমিশনে এখন প্রায় 54% পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি দেখা যেতে পারে। এর সময়সীমা শেষ হবে 2025 সালের 31 ডিসেম্বর। আর এদিকে 2026 এ অষ্টম বেতন কমিশন কার্যকর করার কথা। তাই আশা করা হচ্ছে যে ভোটপর্বের ফলাফল আসার সঙ্গেই সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়ে কথা তুলতে পারে সরকার।

আরও পড়ুন:Indian Air Force Recruitment: বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ বায়ুসেনায়; জেনে নিন আবেদনের মানদণ্ড

কিন্তু খবর বলছে, 8 তম বেতন কমিশনের প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়নি। আর 2026 সালে বেতন কমিশনের সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকলে এতক্ষণে কমিটি গঠন করা হয়ে যেত, কারণ এর প্রস্তুতি অনেক আগেই করতে হবে। সরকারও এই বিষয়ে কোনও কথা বলছে না। তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে না।

DA Hike

◆অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে বিশেষজ্ঞদের মতামত:

যদিও, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা মনে করেন যে অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে সরকার যে বিবৃতি দিয়েছে তা একটি প্রযুক্তিগত বক্তব্য মাত্র। এ থেকে অনুমান করা যায় না যে সরকার 8 তম বেতন কমিশনের পরিবর্তে কোনও নতুন ফর্মুলা বিবেচনা করছে।

কারণ 1 জানুয়ারী, 2026 থেকে অবশ্যই কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন, যার প্রস্তুতির জন্য এখনও অনেক সময় বাকি রয়েছে। বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে সরকার 2024 সালের শেষ নাগাদ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।