লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

West Bengal GOVT Employes Leave Rules: রাজ্যের সরকারি কর্মীদের ছুটির নিয়ম বদল! ছুটির নতুন বিজ্ঞপ্তি জারি রাজ্যের! জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

West Bengal GOVT Employes Leave Rules: এবার থেকে রাজ্যের সব সরকারি কর্মীদের এই নিয়ম Leave Rules মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী এতো দিন রাজ্য সরকারি কর্মীরা অফলাইনে ছুটির আবেদন জানাতেন। কিন্তু এখন নতুন নিয়মে বলা হয়েছে, একজন সরকারি কর্মী তার কর্ম জীবনে মোট ৩০০ দিনের ছুটির পাবেন।

ছুটির কিছু দিন আগেই রাজ্য সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কর্মীদের এখন তারা ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এবং এই মে মাস থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা পাবে কর্মীরা। এর পাশাপাশি আরো একটি খুশির সংবাদ রয়েছে ৪২ হাজার টাকার নিচে বেতন ভুক্ত কর্মকর্তাদের অ্যাড হক বোনাস (Ad Hoc Bonus) ৭০০ টাকা টাকা বাড়িয়ে ৬০০০ টাকা টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃGovernment Scheme: সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০ টাকা! কীভাবে করবেন আবেদন! দেখে নিন এক নজরে

সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকারি কর্মীদের এবার থেকে অনলাইনে ছুটির আবেদন জানাতে হবে। চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার। সরকারের মত অনুযায়ী অফলাইনে ছুটির আবেদনের ফলে রাজ্য অর্থ দফতরের টাকা খরচ হচ্ছে বেশি কারন অফলাইনে ছুটির আবেদন করতে গিয়ে হিসেব মেলানোর সময় বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যে পরে বেশি বেতন ভোগ করতেন সরকারি কর্মীরা, তার জন্যই নতুন ছুটির নিয়ম জারি করা হয়েছে।

আরও পড়ুনঃSSC Recruitment Scam: SSC দুর্নীতির পরেও চাকরিহারাদের মুখে হাসি! নিজের কথা রেখেছেন মুখ্যমন্ত্রী

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।