লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

HS Result Scrutiny 2024: মাত্র ৭ দিনেই মিলবে উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের খাতা! শুধু দিতে হবে চারগুণ টাকা! জানুন কীভাবে করবেন আবেদন

Updated on:

WhatsApp Group   Join Now

HS Result Scrutiny 2024: ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে ৮ই মে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরকরে পর অনেক পড়ুয়াই পরীক্ষার নম্বর রিভিউ বা স্ক্রুটিনি করিয়ে থাকে। তবে সেই রিভিউ বা স্ক্রুটিনি রেজাল্ট আসতে অনেকটাই সময় লাগে। তবে এবার মাত্র ৭ দিনের মধ্যেই পাওয়া যাবে রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চালু করেছে ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সময় কম লাগলেও টাকা ব্যয় করতে হবে প্রায় চারগুণ। এই নতুন প্রক্রিয়া সম্পর্কে বিশদ জেনে নিন।

আরও পড়ুনঃJob News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার অষ্টম শ্রেণী পাশে মিলবে ব্যাঙ্কে চাকরির সুযোগ! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

এই প্রক্রিয়ায় আবেদনের পদ্ধতি: ‘তৎকাল স্ক্রুটিনি’-র আবেদন করা যাবে প্রতিটি বিষয়ের জন্য। দুটি বিষয়ের জন্য আবেদন করা যাবে ‘তৎকাল রিভিউ’-র। জানা গেছে, আবেদন জানানোর সাত দিনের মধ্যে পরীক্ষার্থীরা ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র ফলাফল জানতে পারবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে গিয়ে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।

• এই প্রক্রিয়ায় আবেদনের জন্য টাকার পরিমাণ: ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য প্রদান করতে হবে ৬০০ টাকা ও ‘তৎকাল রিভিউ’-র জন্য প্রদান করতে হবে ৮০০ টাকা। এই টাকা দিতে হবে প্রতিটি বিষয়ের জন্য।

• আবেদনের সময়সীমা: ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ এর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১০ মে দুপুর ২ টো থেকে। আগামী ১৩ মে মধ্যরাত পর্যন্ত পরীক্ষার্থীর আবেদন জানাতে পারবেন। অপরদিকে, সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের আবেদন শুরু হচ্ছে আগামী ১০ই মে দুপুর ২ টো থেকে।

আরও পড়ুনঃPNB Account Closed: বন্ধ হবে একাধিক অ্যাকাউন্ট! মাথায় হাত PNB- ব্যাঙ্কের গ্রাহকদের! জানুন বিস্তারিত

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।