লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

IAS: ডাক্তারি ছেড়ে দিয়ে শুরু করেছিলেন UPSC পরীক্ষার প্রস্তুতি, প্রথম চেষ্টাতেই দ্বিতীয় স্থান পেয়ে হলেন IAS অফিসার

IAS: জীবনে সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই দেখা যাবে কোনো বাঁধাই বাঁধা নয়। UPSC ...

Published on:

IAS: জীবনে সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই দেখা যাবে কোনো বাঁধাই বাঁধা নয়। UPSC পরীক্ষার প্রতিযোগিতা যেখানে পর্বত সমান সেখানে সাফল্য পেতে গেলে, যে কঠোর পরিশ্রমের দরকার তা আর আলাদা করে কিছু বলার নেই। আর এমনটাই আরও একবার প্রমাণ করে দিলো IAS অফিসার রেনু রাজ ( Renu Raj)।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

এমন IAS Officer-র সংখ্যা খুবই কম যারা একেবারে প্রথম প্রচেষ্টাতেই সফল হয়ে UPSC পাশ করেছেন। আজ তেমনি এক মহিলা আইএএস অফিসারের গল্প তুলে ধরা হলো, যিনি পেশায় একজন ডাক্তার হয়েও, সেই পেশা ছেড়ে দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সফল হয়েছেন। আর এই IAS অফিসারের নাম হলো, রেনু রাজ। আবার অপর দিকে তিনি দেশের সবচেয়ে সুন্দরী আইএএস অফিসার হিসাবেও বেশ জনপ্রিয়।

Renu Raj
Renu Raj

IAS অফিসার কিংবা ডঃ রেনু রাজ যাই বলা হোক না কেনো, তিনি হলেন কেরালার কোট্টায়ম জেলার বাসিন্দা। তাঁর বাবা পেশায় ছিলেন একজন সরকারি কর্মচারী এবং তাঁর মা ছিলেন একজন গৃহবধূ। এছাড়া তার একটি বোনও আছে। এবং তিনি নিজে একজন বিবাহিতা।

আরও পড়ুন: ৯ মাসের গর্ভবতী অবস্থায় পরীক্ষা দিয়ে IPS অফিসার হলেন শাহনাজ

জানা গেছে, তিনি কেরালা থেকে স্কুল স্তরের পড়াশোনা শেষ করে, পরে টি. তেরেসা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার পাঠ শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হন। অবশেষে ডাক্তার হওয়ার পরে IAS অফিসার রেনু রাজ সিদ্ধান্ত নেন, তিনি UPSC পরীক্ষায় বসবেন। এবং এরপর থেকেই শুরু হয় UPSC পরীক্ষার প্রস্তুতি। রেনু জানিয়েছেন, প্রতিদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা করে পড়াশোনা করতেন তিনি। এবং আইএএস – এর পড়াশোনার জন্য এনসিইআরটি সহ ওই ধরনের প্রায় সমস্ত বইয়ের উপর জোর দেন।

যদিও পরীক্ষার পরে IAS অফিসার রেনু রাজ আবারও ডাক্তারী শুরু করেন। আর এইভাবেই দুটো দিক সমান ভাবে সামলে চলে, অবশেষে 2014 সালে UPSC পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন।

আরও পড়ুন: UPSC: বাবা IAF অফিসার, নিজে জাতীয় স্তরের ফুটবলার! সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হলেন ইশিতা কিশোর

About Author