লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

UPSC: বাবা IAF অফিসার, নিজে জাতীয় স্তরের ফুটবলার! সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হলেন ইশিতা কিশোর

Published on:

WhatsApp Group   Join Now

UPSC: জীবনে সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই দেখা যাবে কোনো বাঁধাই বাঁধা নয়। UPSC পরীক্ষার প্রতিযোগিতা যেখানে পর্বত সমান সেখানে সাফল্য পেতে গেলে, যে কঠোর পরিশ্রমের দরকার তা আর আলাদা করে কিছু বলার নেই। তাই জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমই হলো একমাত্র চাবিকাঠি। সেই সঙ্গে মনের মধ্যে অদম্য জেদ ও কঠোর পরিশ্রম এই দুইয়ে মিলে এনে দিতে পারে আপনাকে সফলতা। কেবলমাত্র নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারলেই ছিনিয়ে নেওয়া যায় সাফল্য। আর এই ঘটনা এরআগে অনেকেই বহুবার প্রমাণ করেছেন। আর এবারে সেই তালিকার শীর্ষে নাম অন্তর্ভুক্ত করলেন, ঈশিতা কিশোর।

জানা গেছে, এদিন মঙ্গলবার গত 2022 এর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) -র পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আর এই 2022 সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় এবার শীর্ষে রয়েছেন ঈশিতা কিশোর। ঈশিতার পরিচিতদের মধ্যে অনেকেই বলেছেন, পড়াশোনার সাথে সাথে তিনি খেলাতেও সমান উৎসাহী ছিলেন। তাই বর্তমানে দিল্লি ইউনিভার্সিটির এই ছাত্রী এখন আলোচনার মুখ্য বিষয়।

Ishita Kishore
Ishita Kishore

সূত্রের খবর, ঈশিতা কিশোর ২০১৭ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর তিনি আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর সঙ্গে ‘রিস্ক অ্যাডভাইজরি’ হিসাবে কাজ করেন। পাশাপাশি একজন সক্রিয় ক্রীড়াবিদ হিসাবেও নাম রয়েছে তাঁর। স্কুল থেকেই একজন ভালো অলরাউন্ডার পারফর্মার হিসাবে ঈশিতার বেশ নামডাক রয়েছে। তবে এই এত নামডাক, সাফল্য একবারেই ধরা দেয়নি ঈশিতা কিশোরকে। জানা গেছে, তিন তিনবারের প্রচেষ্টায় UPSC পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন এই ঈশিতা কিশোর। প্রসঙ্গত উল্লেখ্য, UPSC CSE পরীক্ষার তিনটি ধাপ রয়েছে। এই ধাপগুলি হল, প্রিলিম, মেইন ও শেষে ইন্টারভিউ।

আরও পড়ুন: UPSC: ১৫ ঘণ্টা পড়ে UPSC-তে দ্বিতীয় পিতৃহারা গরিমা, IAS হবেন বিহার কন্যা গরিমা লোহিয়া

About Author