লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

SSC Recruitment Verdict 2024: মার যাবেনা মাইনে! SSC- এর রায়ের পরেও মাইনে পাবেন শিক্ষকরা; বড় ঘোষণা রাজ্য সরকারের

Updated on:

WhatsApp Group   Join Now

SSC Recruitment Verdict 2024: SSC নিয়ে আজ থেকে না বিগত অনেক বছর ধরেই লড়াই চলছিল রাজ্যে। তবে শেষে এই বিষয়ে রায় ঘোষণা করলো হাইকোর্ট। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তে অনেক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর সাথেও অন্যায় হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন অনেকেই।

প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে। এর মধ্যেই রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, চাকরিহারাদের এপ্রিল মাসে মাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন। শুধু তাই নয় শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন সুপ্রিম কোর্টে এই কেসের মামলা চলবে ততদিন শিক্ষক সহ অশিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে। কেননা, যেহেতু এই মামলাটি এখনও পর্যন্ত আদালতে বিচারাধীন এবং চাকরিহারা সমস্ত শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মীরা এই মাসে কাজ করেছেন তাই শ্রম আইন অনুযায়ী তারা বেতন পায়।

আরও পড়ুন:Job News: রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের! মাসিক বেতন ১৮ হাজার! জানুন কীভাবে আবেদন করবেন

ইতিমধ্যেই এই চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। আর তাই এখনও এই মামলাটি বিচারের অধীনে। এছাড়াও শিক্ষা দফতর সূত্রে দাবি করা হয়েছে যে, কলকাতা হাইকোর্টের তরফে চাকরি বাতিলের রায় ঘোষণা করা হলেও এসএসসি ও ডিআই-দের কাছে চাকরিহারাদের নিয়োগপত্র বাতিলের কোন নির্দেশ যায়নি। শ্রম আইন মেনেই তাদের বেতন দেওয়া হবে।

প্রসঙ্গত, ২৮১ পাতার রায়ে বিচারপতিদের নির্দেশ বেআইনি নিয়োগের অভিযোগে যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি যেখানে সুদের হার ধরা হয়েছে ১২ শতাংশ। তবে, এই বিষয়টি একেবারেই হালকাভাবে দেখেননি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ কর্তৃপক্ষ।

আরও পড়ুন:SSC Update: এবারও মিলবে বেতন! চাকরিহারাদের নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর !

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।