লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Ration Card KYC: এইবার বাড়িতে বসে মোবাইলে করুন রেশন কার্ড KYC! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group   Join Now

Ration Card KYC: ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এই নীতি চালু করেছিল কেন্দ্র সরকার। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা একপ্রকার বাধ্যতামূলক করা হয়েছে সরকার পক্ষ থেকে।

সাদা কার্ড ধারীদের প্রথমে তাদের রেশন কার্ড ডিজিটালাইজ করতে হবে এবং তারপর সেটিকে আধার কার্ডের সঙ্গে যথাযথভাবে লিংক করাতে হবে। এই নীতি চালু করার পর থেকেই জোর দেওয়া হয়েছিল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার ওপর।

আরও পড়ুন:HS Result Scrutiny 2024: মাত্র ৭ দিনেই মিলবে উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের খাতা! শুধু দিতে হবে চারগুণ টাকা! জানুন কীভাবে করবেন আবেদন

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার পদ্ধতি(Ration Card KYC):


যে কেউ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আধার নম্বর এবং পরবর্তীকালে রেশনের নম্বর তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। এরপর ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে।

তারপরে প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে হবে। তারপরেই লিংক হয়ে যাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড। উল্লেখ্য আধারের সঙ্গে রেশন কার্ডের লিংক করা হয়ে গেলেই একজন ব্যক্তি দেশের যে কোনও প্রান্ত থেকে খুব সহজেই রেশন তুলে নিতে পারবেন।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করানোর মূল কারণ(Ration Card KYC):

এই লিংক করার মেন উদ্দেশ্য ছিল রেশন কার্ড সংক্রান্ত এতদিন অবধি যে জালিয়াতি ঘটে এসেছে তা বন্ধ করা। বিভিন্ন সময় বিভিন্ন রেশন কার্ড অবব্যবহারের কারণে একাধিক প্রতারণার অভিযোগের খবর সামনে এসেছে। মৃত ব্যক্তির রেশন কার্ড দিয়ে রেশন তোলা থেকে শুরু করে একই ব্যক্তির নামে দু’তিনটি রেশন কার্ড রাখার মতো অভিযোগ এসেছে বারে বারে।

এই ধরণের জালিয়াতি এবারে বন্ধ করতেই এই পদক্ষেপ গৃহীত হয়েছে।

আরও পড়ুন:Job News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার অষ্টম শ্রেণী পাশে মিলবে ব্যাঙ্কে চাকরির সুযোগ! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।