লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Electric Scooter: ১৭০ কিমি রেঞ্জ ও অত্যাধুনিক ফিচারস সহ বাজার কাঁপাতে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার; দাম শুনলে অবাক হবেন আপনিও

Published on:

WhatsApp Group   Join Now

Electric Scooter: বাজারে আরো একটি নতুন iVoomi ইলেকট্রনিক স্কুটার। এই স্কুটারের ফিচারস, ইঞ্জিন, বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে ১৭০ কিমি পথ চলতে পারবে। জেনে নিন এই স্কুটারের বিশেষত্বগুলি সম্পর্কে।

স্কুটারের ফিচারস ও পাওয়ারট্রেন(Electric Scooter):

এমন একটি স্কুটার বাজারে নিয়ে আসছে ইভুমি যা কিনা ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যেতে পারে। এর মাধ্যমে ডিস্ট্যান্স টু এম্পটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল ও এসএমএস নোটিফিকেশন, জিও ফেসিং ফিচার্স থাকছে।

আরও পড়ুনঃNew Leave Rules: সরকারি কর্মীদের জন্য সুখবর! ডিএ বৃদ্ধির পর ফের ছুটির বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

iVoomi JeetX ZE ইলেকট্রিক স্কুটারে তিনটি ব্যাটারি প্যাক সহ বাজারে এসেছে। ২.১ কিলোওয়াট আওয়ার, ২.৫ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার-এর তিনটি প্যাকের বিকল্প রয়েছে এই স্কুটারে। এতে ইনস্টল করা যে বৈদ্যুতিন মোটর সর্বোচ্চ ৯.৩৮ বিএইচপি শক্তি দেয় স্কুটারকে। এর ব্যাটারি প্যাকের ওজন মোটরের থেকে অনেকটাই হালকা। এই সংস্থা বৈদ্যুতিন স্কুটারের নির্মাণে কুলিং সিস্টেম উন্নত করেছে। এই স্কুটারকে ২.৪ গুণ বেশি কার্যকর ও দক্ষ করে তুলেছে এই স্কুটার।

স্কুটারটির কালার ভ্যারিয়েন্ট(Electric Scooter):

 

আটটি রঙের ভ্যারিয়ান্ট নিয়ে আসবে এই ইভুমির নতুন বৈদ্যুতিন স্কুটার। এই ভ্যারিয়ান্টগুলির মধ্যে রয়েছে নারডো গ্রে, ইম্পেরিয়াল রেড, আরবান গ্রিন, পার্ল রোজ, প্রিমিয়াম গোল্ড, সেরুলিয়ান ব্লু, মর্নিং সিলভার এবং শ্যাডো ব্রাউন। যে কোনও রঙের ভ্যারিয়ান্টের স্কুটার কিনে ফেলতে পারেন আপনি। এই স্কুটারটিতে ১৩৫০ মিমি হুইল বেস রয়েছে। দৈর্ঘ্যে এই স্কুটার ৭৬০ মিমি এবং এর সিটের উচ্চতা ৭৭০ মিমি। খুব সহজেই এই স্কুটার যে কেউ চালাতে পারে। এই স্কুটারে ফুট স্পেস, বুট স্পেস দুটিই খুব বেশি দেওয়া হয়েছে।

স্কুটারের দাম(Electric Scooter):

iVoomi JeetX ZE-এর মডেলটির দাম সাধ্যের মধ্যেই থাকবে গ্রাহকদের। এই স্কুটারের এক্স শো-রুম দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। ৮০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই দুর্দান্ত স্কুটার। প্রসঙ্গত, এর আগে এই সংস্থা বাজারে নিয়ে এসেছিল JeetX নামের একটি মডেল। ভারতের বাজারে এখনও রমরমিয়ে বিক্রি হচ্ছে ইভুমির এই স্কুটার। তারপর প্রায় ১০ মিলিয়ন পথ অতিক্রম করেছে এই বৈদ্যুতিক স্কুটারটি।

আরও পড়ুনঃNew Leave Rules: সরকারি কর্মীদের জন্য সুখবর! ডিএ বৃদ্ধির পর ফের ছুটির বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।