লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

New Leave Rules: সরকারি কর্মীদের জন্য সুখবর! ডিএ বৃদ্ধির পর ফের ছুটির বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Updated on:

WhatsApp Group   Join Now

New Leave Rules: রাজ্যে চলছে লোকসভা ভোট। ভোটের মধ্যেই সম্প্রতি ১০% ডিএ বৃদ্ধি করা হয়েছে সমস্ত সরকারি কর্মীদের। তবে এবার অর্থদপ্তর কর্তৃক নতুন নির্দেশিকা চালু করা হয়েছে। এই নির্দেশিকা প্রত্যেক সরকারি কর্মীর মেনে বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে। এই ছুটির বিষয়ে জেনে নিন বিস্তারিত।

এপ্রিল মাস থেকেই সরকারি কর্মীদের জন্য ছুটি আবেদনের নিয়মে পরিবর্তন স্নান হয়েছে। এপ্রিল মাস থেকেই এই নিয়ম লাগু হয়েছে প্রত্যেক সরকারি কর্মীর ক্ষেত্রে। আগে সরকারি কর্মীদের ছুটি আবেদন করতে হয় অফলাইনে তবে এবার থেকে অফলাইনে নয় বরং অনলাইনে করতে হবে ছুটির আবেদন। ছুটির নিয়মে বদল আনার পর ইতিমধ্যেই সরকারি কর্মীদের অনলাইনে ছুটি জানানের জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। সেই পোর্টালে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে, অ্যাপ্রুভাল প্রসেস, সিস্টেমেটিকভাবে সমস্ত কিছু নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃJob News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার অষ্টম শ্রেণী পাশে মিলবে ব্যাঙ্কে চাকরির সুযোগ! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

আগে ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১৪ শতাংশে দাঁড়িয়েছে। ফের এক দফায় চার শতাংশ ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। এবার ছুটির নিয়মেও পরিবর্তন। নবান্ন সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে।

এই নিয়ম পরিবর্তনের মূল কারণ হলো, সরকারি কর্মী তার কর্মজীবনে সর্বমোট ৩০০ দিনের ছুটির বেতন পেয়ে থাকেন। অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে তিনশো দিনের ছুটির হিসেব মেলাতে গিয়ে ভ্রান্তির মধ্যে পড়তে হত। এবার সেই নিয়মই বদলে ফেলা হল। অনলাইনে ছুটির আবেদন করতে হবে। এক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃAc Machine Cleaning Tips: ডাকতে হবে না কোন লোক! ঘরোয়া উপায়ে এসিকে পরিষ্কার রাখার কয়েকটি টিপস জেনে নিন

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।