লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Post Office Schemes: আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে! মাসে মাসে মিলবে ২০,০০০ টাকা! জানুন কীভাবে

Updated on:

WhatsApp Group   Join Now

Post Office Schemes: প্রত্যেক মানুষ এখন উপার্জন করার পাশাপাশি চিন্তা করেন কীভাবে নিয়মিত নিজেদের উপার্জিত পুঁজি কোথায় জমিয়ে সুরক্ষিত রাখা যায়। উপার্জনের পাশাপাশি প্রত্যেকেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। অতীতে সরকারি এবং কিছু কিছু বেসরকারি সংস্থা রিটায়ারমেন্ট হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য চালু ছিল পেনশন ব্যবস্থা কিন্তু এখন প্রায়ই উঠে যেতে বসেছে এই ব্যবস্থা, বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে তো বটেই এমনকি অনেক সরকারি সংস্থাও এখন পেনশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। সেই কারণে ভবিষ্যতের একটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে।

আরও পড়ুন:CSL Group D Vacancy 2024: নূন্যতম যোগ্যতায় গ্রুপ D পদে কর্মী নিয়োগ! কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত

Post Office Schemes

এরই মধ্যে পোস্ট অফিস নিয়ে এসেছে এক নতুন ধরনের স্কিম, যেটি তৈরি করা হয়েছে বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে এবং যার নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।এই স্কিমের অধীনে, ২ লক্ষ টাকা অবধি সুদ পাওয়া যাবে, এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম সেরা প্রকল্প। এতে একসাথে টাকা জমা করলে বিনিয়োগকারীরা ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া। ৬০ বছরের বেশি বয়সীরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর সাথে যারা VRS নিয়েছেন তারাও এর সুবিধা নিতে পারবেন।উদাহরণস্বরূপ হিসেবে বলা যেতে পারে এই স্কিমে যদি কোনো ব্যক্তি একবারে ৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি প্রতি তিন মাসে ১০,২৫০ টাকা সুদ পাবেন। এ ছাড়া বার্ষিক ভিত্তিতে ২ লক্ষ ৫ হাজার টাকার সুদ পাওয়া যাবে

আরও পড়ুন:School Non Teaching Staff Recruitment: এইবার মাধ্যমিক পাশে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি সহ নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

Post Office Schemes

গবেষণায় এই স্কিমে ইতিমধ্যে বিনিয়োগ করতে দেখা গেছে অনেক বয়স্ক নাগরিকই। গত ১ বছরের পরিসংখ্যান দেখলে এটাই বোঝা যাবে যে পোস্ট অফিসের এই স্কিম দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের কাছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বর্ষের প্রথম তিন মাসে ৬,৫২,০০০টি নতুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলা হয়েছে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।