লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

CSL Group D Vacancy 2024: নূন্যতম যোগ্যতায় গ্রুপ D পদে কর্মী নিয়োগ! কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

CSL Group D Vacancy 2024: CSL (Cochin Shipyard Limited) গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে। কি পদে নিয়োগ হবে, প্রয়োজনীয় নথিপত্র, আবেদনের পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।

■ নিয়োগকারী পদের নাম(CSL Group D Vacancy 2024): এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – General Worker।

■ শূন্যপদের সংখ্যা: এখানে মোট শূন্যপদ ১৫টি।

আরও পড়ুন:Electric Scooter: ১৭০ কিমি রেঞ্জ ও অত্যাধুনিক ফিচারস সহ বাজার কাঁপাতে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার; দাম শুনলে অবাক হবেন আপনিও

■ শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সপ্তম শ্রেণী পাস বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও এখানে আবেদন করা যাবে।

■ বয়সসীমা: উল্লেখিত পদে আবেদন (CSL Group D Vacancy 2024) করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ রাখা হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে।

■ বেতন: এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২০,০০০/- টাকার মধ্যে প্রদান করা হবে।

■ নিয়োগ প্রক্রিয়া: উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

আরও পড়ুন:Electric Scooter: ১৭০ কিমি রেঞ্জ ও অত্যাধুনিক ফিচারস সহ বাজার কাঁপাতে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার; দাম শুনলে অবাক হবেন আপনিও

আবেদন পদ্ধতি(CSL Group D Vacancy 2024):

১)এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

■ আবেদন ফি: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

■ আবেদনের সময়সীমা: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ২২.০৫.২০২৪।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে cochinshipyard.in পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।