লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

WB School Free Wifi: ভোটের আবহে বড় ঘোষণা সরকারের! এইবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা মিলবে বাংলার স্কুলগুলিতে

Updated on:

WhatsApp Group   Join Now

WB School Free Wifi: চলছে লোকসভা ভোট আর এরই মধ্যে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। সূত্রের খবর বাংলার স্কুলগুলিতে একদম বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা শুরু করবে সরকার। স্কুলগুলিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার সিদ্ধান্তের জেরে শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Post Office Schemes: আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে! মাসে মাসে মিলবে ২০,০০০ টাকা! জানুন কীভাবে

প্রশ্ন উঠে আসছে সরকারের হঠাৎ করে এমন সিদ্ধান্ত(WB School Free Wifi) নেওয়ার কারণ কি, এর উত্তরে উঠে আসছে এখনকার সময় পুরোটাই অনলাইনের যুগ, লকডাউনের সময় থেকেই বাচ্চারা অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে। এবং এর রেশ কিন্তু এখনো পর্যন্ত চলছে।অফলাইন ব্যবস্থা যেন ক্রমে হারিয়েই যাচ্ছে। এখন সবকিছুই অনলাইনে করতে হয়। আগে যেখানে স্কুল থেকে শুরু করে ব্যাঙ্ক বা সরকারি অফিসে কাজের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হত এখন এই অনলাইনের যুগে করতে হয় না। এখন সবকিছুই মানুষের হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। সবকিছুই এখন আধুনিক হয়ে যাচ্ছে, সেখান শিক্ষা ব্যবস্থাই বা পিছিয়ে কেন থাকে।

আরও পড়ুন:NHPC Recruitment 2024: নূন্যতম যোগ্যতায় জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের; জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয় এবং শিক্ষা দফতরের বিভিন্ন অফিসে বিনামূল্যে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা(WB School Free Wifi) শুরু হতে চলেছে। স্কুলের সমস্ত কাজ এখন ইন্টারনেটের মাধ্যমে হয় প্রায় সব জায়গাতেই। অনলাইনে শিক্ষক-শিক্ষিকাদের পড়ুয়াদের পরীক্ষার নম্বর থেকে শুরু করে কিছু ডকুমেন্টস পাঠানো বা তৈরি করা সবই এই অনলাইনে করতে হয়। কিন্তু আবার বহু স্কুলে এই বিশেষ পরিকাঠামোটি নেই, যে কারনে স্কুলগুলিকে সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে।সেই কারণই এবার এক ধাক্কায় ১৪,৫০০ট স্কুলে হাইস্পিড ইন্টারনেট(WB School Free Wifi) সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আগামী ৩৯ মাসের জন্য এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে।মুলত তথ্য প্রযুক্তি দফতর, ওয়েবেলের সঙ্গে যুগলবন্দীতে এই কাজ করতে চলেছে সরকার। এবার স্কুলে স্কুলে পৌঁছে যাবে নেট পরিষেবা। এই নেটের কারণে শিক্ষক-শিক্ষিকা, অফিশিয়াল কাজের পাশাপাশি ছাত্রছাত্রীরাও উপকৃত হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।