লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Job News: এইবার কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের; কোন পদে কত জনকে নিয়োগ করা হবে? জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group   Join Now

Job News(Recruitment of staff in Metro):  চাকরির সন্ধানে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য সুখবর। কলকাতা মেট্রোয় করা হবে নতুন কর্মী নিয়োগ। সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

• নিয়োগকারী পদের নাম: মেট্রোয় নিয়োগ হবে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/ আরবিট্রেশন/ সিভিল/ এক্সপার্ট পদে।

• শূন্যপদের সংখ্যা: শূন্যপদ রয়েছে একটি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের ভারতীয় রেল/ কেন্দ্রীয় সংস্থা/ রাষ্ট্রায়ত্ত সংস্থা/ রাজ্য সরকারি সংস্থায় ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/ সিভিল (এসজি/ জেএজি লেভেলের) পদের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

• বয়সসীমা: এই পদে আবেদনকারীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, অবসরপ্রাপ্তরাই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে।

আরও পড়ুনঃWest Bengal GOVT Employes Leave Rules: রাজ্যের সরকারি কর্মীদের ছুটির নিয়ম বদল! ছুটির নতুন বিজ্ঞপ্তি জারি রাজ্যের! জানুন বিস্তারিত

• বেতন: প্রাথমিক ভাবে এই পদে ছ’মাসের জন্য কর্মী নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ পড়ে বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে কলকাতা মেট্রোর নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনপত্র জমা দেশ হওয়ার পর প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

• আবেদন পদ্ধতি: আগ্রহীরা উক্ত পদে আবেদনের জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে।

• আবেদনের সময়সীমা: আগামী ২২ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

বিঃদ্রঃ নিয়োগ সম্পর্কে আরো জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃJob News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার অষ্টম শ্রেণী পাশে মিলবে ব্যাঙ্কে চাকরির সুযোগ! জানুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।