লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Govt Job News: ভোটের আগেই ১ লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ, কবে শুরু হবে আবেদন প্রক্রিয়া!

Published on:

WhatsApp Group   Join Now

Govt Job News: লোকসভা নির্বাচনের আর বেশি দেরী নেই। এর মধ্যে একটার পর একটা চাকরিতে নিয়োগের সুখবর দিচ্ছে রাজ্য সরকার। ভোট যাতে সুষ্ঠভাবে সুসম্পন্ন হয়,কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে তীব্র নজর সরকারের।এবার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) পদে নিয়োগ করতে চলেছে।প্রায় ১ লক্ষের কাছাকাছি শূন্যপদে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন?কি কি যোগ্যতা লাগবে?আবেদনের পুরো পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক।

 

Govt Job News
Govt Job News

এখন একনজরে দেখে নিন এই নিয়োগের (Govt Job News) বিষয়ে বিস্তারিত তথ্য-

শূন্যপদ – যে পদের জন্য আবেদন করা হবে, সেটি হলো প্যারা লিগাল ভলান্টিয়ার বা সিভিক ভলান্টিয়ার।প্রায় ৩৫ হাজার থেকে ১ লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে।

বেতন – এই পদের জন্য নির্বাচিত হবেন যারা,তারা প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পাবেন।

বয়সসীমা – ১৮ থেকে ৩৭ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। এছাড়া SC, ST বা OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।১ লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী বয়সের হিসেব করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতেই হবে।তবে সেটা স্বীকৃত কোনো বোর্ড থেকে হতে হবে।

নিয়োগ পদ্ধতি – কোনরূপ লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে।শারীরিক সক্ষমতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন প্রার্থী।তারপর নিয়োগপত্র তুলে দেওয়া হবে তার হাতে।

Govt Job News
Govt Job News

আবেদন পদ্ধতি – এখনও পর্যন্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছে,বা অফিসিয়াল নোটিফিকেশন এসেছে তাতে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। যতদূর বোঝা যাচ্ছে, ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে বায়োডাটা  সমেত নিজের সমস্ত ডকুমেন্টস (Documents)নিয়ে যেতে হবে।যেসমস্ত ডকুমেন্টস ক্যারি করবেন আবেদনকারী সেগুলি হলো – আবেদনকারীর পরিচয়পত্রের প্রমাণ স্বরূপ আধাঁর কার্ড,ড্রাইভিং লাইসেন্স,মাধ্যমিক পাশের সার্টিফিকেট,মাধ্যমিক পাশের মার্কশিট,স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র,পাসপোর্ট সাইজ রঙিন ফটো,বয়সের প্রমাণ পত্র,কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট,যদি কারোর জাতিগত শংসাপত্র থেকে থাকে সেটা লাগবে।

আরও পড়ুন: দেশজুড়ে কার্যকর করা হল CAA, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র, কারা আবেদন করতে পারবেন! কবে থেকে শুরু হবে আবেদন! জানুন বিস্তারিত

About Author