লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

বিশ্বকাপ যদি শুধু MS Dhoni জেতায় তাহলে আমরা কি ড্রিম ইলেভেনে টিম বানাচ্ছিলাম ? চলতি বিশ্বকাপের মাঝে ভাজ্জির বিস্ফোরণ

Updated on:

WhatsApp Group   Join Now

২ এপ্রিল ২০১১ সালে ওয়াংখেড়ের বাইশ গজে টিম ইন্ডিয়া ২৭৫ রান তাড়া করছিল । দলের ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেও , সবাই এখনও মজে রয়েছেন ধোনির সেই অপরাজিত ইনিংসে। ‘ক্যাপ্টেন কুল’ ৭৯ বলে ৯১ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। তাই ধোনিকেই কৃতিত্ব দেন ক্রিকেটপ্রেমীরা ।

২০১১ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু মহেন্দ্র সিং ধোনি কেন পাবেন? যেখানে ক্রিকেট একটা টিম গেম, তখন শুধু প্রাক্তন অধিনায়কই কাপ জয়ের কৃতিত্ব কেন? ওই দলেরই অফ স্পিনার হরভজন সিং এমনই  প্রশ্ন তুললেন। প্রাক্তন এই অফ স্পিনার আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে বলেন, “বিশ্বকাপ যদি শুধু ধোনিই জেতায় তাহলে কি বাকিরা লস্যি খেতে গিয়েছিল!”

Img 20221103 002757, , বিশ্বকাপ যদি শুধু Ms Dhoni জেতায় তাহলে আমরা কি ড্রিম ইলেভেনে টিম বানাচ্ছিলাম ? চলতি বিশ্বকাপের মাঝে ভাজ্জির বিস্ফোরণ
২০১১ বিশ্বকাপে হরভজন ও এম এস ধোনি

আবার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু টিম ইন্ডিয়া যখন বিশ্বকাপ জিতেছিল, তখন সবাই বলতে শুরু করেছিল যে ধোনি জিতেছে, তাই যদি হয় তাহলে অন্যরা কি লস্যি খেতে গিয়েছিল?” গম্ভীর এর আগে বিরক্তি প্রকাশ করেছিলেন ওই বিশ্বকাপ জয়ের জন্য ধোনিকে কৃতিত্ব দেওয়ায়। ভাজ্জি এবার মুখ খুললেন। 

About Author