লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Driving Licence New Rules: ১লা জুন থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরির নিয়মে বড়সর বদল! জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Driving Licence New Rules: ১ জুন ২০২৪ থেকে বদলে যাচ্ছে ভারতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক নতুন নিয়ম চালু করেছে যার লক্ষ্য সকলের জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজতর করা।

পরিবর্তন: যে যে মূল বিষয়ে পরিবর্তন করা হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো –
১. সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল যে আ আর রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে (RTO) আপনার ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না। পরিবর্তে, যেকোনো স্বীকৃত প্রাইভেট ড্রাইভিং স্কুলে ড্রাইভিং পরীক্ষা দেওয়া যাবে। যদি এই স্কুলগুলিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, তাহলে একটি শংসাপত্র পাওয়া যাবে। যদি করার কাছে কোনো স্বীকৃত কোনো স্কুল থেকে কোনো শংসাপত্র না থাকে , তাহলে RTO তে পরীক্ষা দেওয়া আবশ্যক।

Driving Licence New Rules

২. বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এখন থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ড্রাইভিং ধরা পড়লে, জরিমানা ২৫০০০টাকা, এবং তাদের বাবা-মাকেও জরিমানা হতে পারে। অতিরিক্তভাবে, গাড়ির নিবন্ধন শংসাপত্র বাতিল হতে পারে।

আরও পড়ুন:Para Legal Volunteer Recruitment: চাকরি প্রার্থীদের জন্য নয়া সুখবর! এইবার মাধ্যমিক পাশেই ভলেন্টিয়ার নিয়োগ রাজ্যে! জেনে নিন বিস্তারিত

৩. দূষণ কমাতে মন্ত্রক পর্যায়ক্রমে ৯০০০ পুরানো সরকারি যানবাহন বাতিল করছে এবং অন্যান্য যানবাহনের জন্য নির্গমনের মান বাড়াচ্ছে। এটি বৈদ্যুতিক গাড়ির ব্যবহারকে উৎসাহিত করার এবং পরিবেশগত প্রভাব কমানোর একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

Driving Licence New Rules

৪.ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পদ্ধতি একই থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র কমিয়ে দেওয়া হয়েছে। এখন, আবেদনকারীদের কম নথির প্রয়োজন, যা প্রক্রিয়াটিকে সহজ করে তোলে, বিশেষ করে যারা টু-হুইলার বা চার চাকার লাইসেন্সের জন্য আবেদন করছেন তাদের জন্য।

ফি কাঠামো পরিবর্তন: এছাড়াও সংশোধিত হয়েছে ফি কাঠামো।লার্নার্স লাইসেন্স এর জন্য ২০০ টাকা,লার্নার্স লাইসেন্স নবায়ন ২০০ টাকা,
আন্তর্জাতিক লাইসেন্স এর জন্য ১০০০ টাকা, স্থায়ী লাইসেন্স এর জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে ।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।