লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

eKYC For Ration Card: বাতিল হচ্ছে হাজার হাজার রেশন কার্ড! নিজের রেশন কার্ড বানাতে আজই করুন এই কাজ

Updated on:

WhatsApp Group   Join Now

eKYC For Ration Card: সম্প্রতি প্রায় অনেকেই রেশন কার্ড বাতিলের মেসেজ পেয়েছেন তাদের ফোনে।মোবাইলে এমন খবর পাওয়ায় অনেকেই চিন্তায় পড়ে গেছেন। রেশন কার্ড আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। শুধুমাত্র যে খাদ্য সংক্রান্ত বিষয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আমাদের পরিচয় পত্রের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের সরকারি কাজকর্মের ক্ষেত্রে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই গুরুত্বপূর্ণ নথি রেশন কার্ড এবার বাতিল হতে চলেছে। বেশ কিছু রেশন কার্ড বাতিল হয়ে যেতে চলেছে। এমনই তথ্য পাওয়া গেছে মোবাইল মেসেজের মাধ্যমে।

eKYC For Ration Card

বাতিল হওয়ার কারণ : রেশন কার্ডগুলো বাতিল হওয়ার পিছনে কারণ হিসেবে দেখানো হয়েছে কেওয়াইসি সংক্রান্ত অসুবিধা। নির্দিষ্ট পদ্ধতিতে কেওয়াইসি করা না থাকলে রেশন কার্ড ব্লক বা বাতিল হতে পারে বলে জানা গেছে সূত্রের খবর। ব্লক হয়ে যাওয়া রেশন কার্ড পরবর্তী সময় আনলক করাতে হলে উপযুক্ত নথিপত্র জমা দিতে হবে। সেই কারণে রেশন কার্ডের কেওয়াইসি সর্বদা আপডেট রাখা প্রয়োজন।বর্তমানে কেওয়াইসি আপডেট করার জন্য কোন প্রকার লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই খুব সহজে কেওয়াইসি আপডেট করানো যেতে পারে অনলাইনের মাধ্যমে।ওয়েস্ট বেঙ্গল ডট গভর্মেন্ট ডট ইন এই এই লিংকটি থেকে আপডেট করানো যাবে বাড়িতে বসেই।কেওয়াইসি সঠিকভাবে আপডেট না থাকার কারণে ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করেছেন খাদ্য মন্ত্রী রথিন ঘোষ।

eKYC For Ration Card

আরও পড়ুন:Para Legal Volunteer Recruitment: চাকরি প্রার্থীদের জন্য নয়া সুখবর! এইবার মাধ্যমিক পাশেই ভলেন্টিয়ার নিয়োগ রাজ্যে! জেনে নিন বিস্তারিত

আপডেট পদ্ধতি :ওয়েস্ট বেঙ্গল ডট গভর্মেন্ট ডট ইন এই লিংকটিতে ক্লিক করলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি পাওয়া যাবে। ওয়েবসাইটে রেশন কার্ডের জন্য আলাদা একটি অপশন দেখা যায়। সেই অপশনে ঢুকে চেক ইওর রেশন কার্ড স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরি নির্ধারণ করে সঠিক ক্যাপচা বসাতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করলে যদি রেশন কার্ডটিকে অ্যাকটিভ দেখায়, তাহলে চিন্তার কোন কারণ নেই এবং প্রত্যেক মাসে নির্দ্বিধায় রেশন তোলায় যাবে। কিন্তু যদি স্ট্যাটাসে ডিঅ্যাক্টিভেট লেখা থাকে তাহলে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।

eKYC For Ration Card

নির্দিষ্ট ওয়েবসাইটে ই-কেওয়াইসি (eKYC For Ration Card) বলে একটি অপশন রয়েছে রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করাতে চাইলে সেই অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলবে সেখানে লিঙ্ক আধার উইথ ডিএক্টিভেটেড অর নিউলি কার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। যে পেজটি খুলবে সেখানে আবারো রেশন কার্ড নম্বর অর ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ করলে আধার এন্ড মোবাইল নম্বর বলে একটি অপশন আসবে ওই অপশনটিতে ক্লিক করলে মোবাইল ফোনে একটি ওটিপি জেনারেট হবে ওটিপিটি নির্দিষ্ট বাক্সে বসিয়ে সাবমিট করতে হবে। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করে নতুন করে আবারো সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিয়ে তারপর ভেরিফাই সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।