লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

BSF Recruitment: BSF-এর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; আবেদন শুরু ১লা জুন থেকে! এইভাবে করুন আবেদন

Updated on:

WhatsApp Group   Join Now

BSF Recruitment: ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছা থাকে অনেকেরই, তাদের জন্যই এবার নতুন সুখবর। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে এবার এক ধাক্কায় বিএসএফের বহু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে বিএসএফের গ্রুপ বি এবং গ্রুপ সি-তে একেবারে যেন চাকরির ঝুলি খুলে দেওয়া হয়েছে। বিএসএফের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ বি এবং গ্রুপ সি-র অধীনে সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবলের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মোট ১৬২টি আসনে কর্মী নিয়োগ করা হবে। এরইমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে ১ জুন থেকে এবং এই প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।

BSF Recruitment

■শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা বিএসএফের চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত বিষয় সম্পর্কে বিশেষ কিছু জিনিস জেনে নেওয়া উচিত। যেমন সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে চান তাঁদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করা থাকতে হবে। এ ছাড়া কনস্টেবল ও হেড কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীদের দশম শ্রেণি পাশ করা থাকতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আরও তথ্যের জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ওপর নজর রেখে তার পর আবেদনপত্রটি ফিলাপ করা উচিত।

BSF Recruitment

■বয়সসীমা:আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে যেমন SC/ ST/ OBC দের ক্ষেত্রে সরকারি হিসেবে যেমন ছাড়পত্র থাকে তেমনই ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন:Driving Licence New Rules: ১লা জুন থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরির নিয়মে বড়সর বদল! জানুন বিস্তারিত

■আবেদন ফি :বিজ্ঞপ্তি অনুসারে বিএসএফের বিভিন্ন পদে আবেদনকারী তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রার্থীদের কোনো ধরনের আবেদন ফি দিতে হবে না। তবে সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদনকারী আনরিজার্ভড, ইডব্লুএস এবং ওবিসি জাতির প্রার্থীদের কনস্টেবল ও হেড কনস্টেবল পদের জন্য যথাক্রমে ২০০ টাকা এবং ১০০ টাকা দিতে হবে আবেদন ফি হিসেবে।

BSF Recruitment

■আবেদন পদ্ধতি : প্রথমে  এবং ১০০ টাকা দিতে হবে আবেদন ফি হিসেবে।অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর হোম পেজে গিয়ে Apply Here অপশনে ক্লিক করতে হবে,তারপর নিজের সম্পর্কে সব তথ্য পূরণ করে রেজিস্টার করতে হবে।রেজিস্ট্রেশনের পর লগইনের মাধ্যমে অন্যান্য তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এরপর টাকা জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।