লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Agriculture Job Recruitment: কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের; বেতন ১৫,৬০০ টাকা! জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Published on:

WhatsApp Group   Join Now

Agriculture Job Recruitment: চাকরি সন্ধানীদের জন্য সুখবর। বেকার প্রার্থীরা ও একটু হলেও স্বস্তি পাবে। রাজ্যে নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেনে নিন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

◆নিয়োগকারী পদের নাম: এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের ‌নাম হল – Joint Director।

Agriculture Job Recruitment

আরও পড়ুন:Motivational Story: হারিয়েছেন লাখ টাকার চাকরি! তবুও জীবন যুদ্ধে হার না মেনে কালবৈশাখীর ঝড়কে উপেক্ষা করেও বাসন্তী পোলাও চিকেন কষা বিক্রি করছেন

◆শূন্যপদের সংখ্যা: শূন্যপদের সংখ্যা সংক্রান্ত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

◆শিক্ষাগত যোগ্যতা: যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে কৃষি বা কৃষি সম্প্রসারণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত আবেদন কারীদের কাজের সম্বন্ধে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

◆বয়সসীমা: উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫৬ বছরের নিচে হতে হবে।

◆বেতন: এই পদে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক লেভেল -১১ অনুযায়ী সর্বনিম্ন ১৫,৬০০/- টাকা থেকে সর্বোচ্চ ৩৯,১০০/- টাকা দেওয়া হবে।

Agriculture Job Recruitment

আরও পড়ুন:NRS Medical College: শিশুর বিরল রোগে সাড়ে সতেরো কোটির ওষুধ! বিনামূল্যে দিল NRS মেডিকেল কলেজ!

◆নিয়োগ প্রক্রিয়া: উল্লেখিত পদে আবেদনের কারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে অস্থায়ীভাবে ৪ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই মাধ্যমের সহযোগে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

◆আবেদন ফি: এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোন আবেদনমূল্য জমা দিতে হবে না।

Agriculture Job Recruitment

◆আবেদন পদ্ধতি: যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে।

◆আবেদনের সময়সীমা: আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭.০৭.২০২৪।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে agriwelfare.gov.in পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।