লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

নীতা আম্বানির রূপ-সৌন্দর্যের রহস্য কী? ফাঁস হল সিক্রেট

Updated on:

WhatsApp Group   Join Now

মুকেশ আম্বানির পরিবার খুবই ল্যাভিশ লাইফ স্টাইল বহন করে। ভারত তথা বিশ্বের নামকরা ধনী ব্যাবসায়ী হলেন মুকেশ আম্বানি (MUKESH AMBANI)। মুকেশ আম্বানির পরিবার বরাবরই নিজেদের রাজকীয় (ROYAL) জীবনযাপনের কারণে চর্চায় উঠে আসেন। তাঁর সহধর্মীনি নীতা আম্বানি (NITA AMBANI) এই ঐশ্বর্যের একচ্ছত্র মালকিন।

Nita Ambani, নীতা আম্বানি, নীতা আম্বানির রূপ-সৌন্দর্যের রহস্য কী? ফাঁস হল সিক্রেট

এই জুটি সর্বদাই লাইমলাইটে থাকে। তাঁদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানার আগ্রহ সাধারণ মানুষের মধ্যে বহুল পরিমাণে দেখতে পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের রুটিন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খা তথ্য জানতে চায় সাধারণ মানুষ। তাঁর লুক (LOOKS) থেকে শুরু করে স্টাইল (STYLE) সবই চমকপ্রদ।

পৃথিবীর চোখ ধাঁধানো ঐশ্বর্যের প্রাচুর্য রয়েছে আম্বানি পরিবারের কাছে। তাঁদের বাসস্থান দেখতেও মানুষ ভিড় জমায়। নীতা আম্বানি (NEETA AMBANI) একজন সৌখিন মহিলা। আর তাঁর এই শখ পূরণ করেন মুকেশ আম্বানি (MUKESH AMBANI)।

নিতা আম্বানি কোটি কোটি টাকা খরচ করেন নিজের স্টাইল এর জন্য। নীতা আম্বানির লাইফ স্টাইল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সকালে চোখ খোলার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত তিনি কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করে থাকেন। তাঁর প্রতিটি জিনিসেই রয়েছে রাজকীয়তার ছাপ।

শুধুমাত্র গয়না বা পোশাক-আশাক নয় নীতা আম্বানির কাছে রয়েছে গাড়ির কালেকশন (COLLECTION)। তাঁর কালেকশনে থাকা একটি বিখ্যাত গাড়ি হল Audio9 Chameleon। তাঁর ব্যবহার করা কসমেটিক গুলির দাম জানলে তো আপনারা আকাশ থেকে পড়বেন। এইসব ব্যবহার করার কারণেই বোধ হয় তাঁর চেহারায় বয়সের ছাপ পড়েনি।

তাঁর ব্যবহৃত সব গাড়িতে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার। দামি কসমেটিকের নিচে নিজের বয়স লুকিয়ে রাখেন নিতা আম্বানি। তাঁকে দেখে বোঝা সম্ভব নয় যে ৬০ এর কোটা পেরিয়েছেন। নিতা আম্বানির ব্যবহার করা একটি লিপস্টিকের দামই ৪০ লাখ টাকা।

তা বলে শুধুমাত্র দামি কসমেটিক্স এর ওপরেই তার সৌন্দর্য নির্ভর করে না। তিনি নামিদামি ব্রান্ডের ক্রিম ও লোশন ব্যবহার করেন ঠিকই। কিন্তু পাশাপাশি নিজের সৌন্দর্য ও যৌবন ধরে রাখতে কঠোর নিয়ম মেনে চলেন। আপনারা চাইলেও এই নিয়ম মানতে পারেন।

নিতা আম্বানি যত কাজই থাকুক না কেন রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়েন। মাঝেমধ্যে সেটা রাত ১১ টা হলেও হতে পারে। কিন্তু এর বেশি দেরি করেন না তিনি। আর ভোর ৫ টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েন।

তাঁর দিন শুরু হয় শরীর চর্চা দিয়ে। এরপর করেন ব্রেকফাস্ট। তিনি কোন অস্বাস্থ্যকর খাবার খান না। প্রতিদিন সকালেই ফল অথবা সবজির জুস খান। আম্বানি পরিবার নিরামিষভোজী।

রাতে সবুজ শাকসবজি ও সুখ খেতেই পছন্দ করেন নিতা আম্বানি। আর প্রচুর পরিমাণে ফল খান। এছাড়াও ডিটক্স ওয়াটার তো রয়েছেই। পাশাপাশি শরীর ফিট রাখতে যোগ ব্যায়াম ও সাঁতার কাটা নিয়মিত করেন।

About Author