লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

অবশেষে স্বপ্নপূরণ! ২৩ বছর ধরে ক্রমাগত ব্যর্থতা, ৫৫ বছরে এমএসসি পাশ করে তাক লাগালেন এই সিকিউরিটি গার্ড

Published on:

WhatsApp Group   Join Now

Rajkaran Barua: কথাতেই আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। মনের শক্তির জেরে যে কোনও প্রতিকূলতাকে জয় করতে পারে মানুষ। এই কথাটাই অনেকেই প্রমাণ করে দেখিয়েছেন, আর এবার ফের প্রমাণ করে দিলেন ৫৫ বছর বয়সী এক সিকিউরিটি গার্ড রাজকরণ বড়ুয়া(Rajkaran Barua)

মধ্য প্রদেশের জব্বলপুর এলাকায় তাঁর বাড়ি। পেশায় তিনি (Rajkaran Barua) একজন নিরাপত্তারক্ষী। এবং তাঁর এই পেশায় মাস গেলে হাতে বেতন পেতেন মাত্র ৫ হাজার টাকা। কিন্তু অঙ্কের প্রতি ছিল তাঁর দুর্বলতা। তাই তিনি চেয়েছিলেন অঙ্ক নিয়ে পড়াশোনা করতে। এদিকে নিরাপত্তারক্ষীর কাজ, তাও আবার ‘ডবল শিফট’। কিন্তু এতকিছুর মধ্যেও হাল ছেড়ে দেননি তিনি। ২০০১ সাল থেকে পরপর ২৩ বছরে ২৩ বার ফেল করেছেন তিনি। কিন্তু হাল ছাড়েন নি। অবশেষে ৫৫ বছর বয়সে এসে এমএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করলেন ওই ব্যক্তি (Rajkaran Barua)

Rajkaran Barua
Rajkaran Barua

রাজকরন (Rajkaran Barua) জানিয়েছেন, নিরাপত্তারক্ষীর কাজ করে যেটুকু টাকা পেয়েছেন তার প্রায় সবটাই খরচ হয়েছে শুধু বইয়ের পিছনেই। গত কয়েক বছরে বই কেনা এবং পরীক্ষার জন্য ফি দিতে গিয়ে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে তাঁর। তবে এই কাজটা সে নিজের মত করেই করেছেন। আর তাইতো এখন তিনি গর্বের সঙ্গে বলতে পারেন ‘আমার কাছে অঙ্কে এমএসসি ডিগ্রি আছে। তবে এই সাফল্য পেতে তাঁকে অপেক্ষাও করতে হয়েছে ২৫টা বছর। তিনি বলেছেন, এতবার ব্যর্থ হওয়ার পরেও একবারের জন্যও হাল ছাড়েননি তিনি। বাঁচিয়ে রেখেছিলেন তাঁর স্বপ্ন এবং ইচ্ছেকে। অবশেষে ২০২১ সালে এসে তিনি উত্তীর্ণ হন। এতদিন সেই সাফল্যের কথা প্রকাশ্যে বলেননি তিনি।

বর্তমানে তিনি নিরাপত্তারক্ষীর কাজ ছেড়ে দিয়েছেন। আর তারপরেই তিনি জানান তাঁর এই সাফল্যের কথা। কিন্তু আগেই না জানিয়ে এখন কেনো জানালেন তাঁর এই সাফল্যের কথা? এই প্রশ্ন করতেই রাজকরণ জানিয়েছেন, যদি তাঁর ‘মালিক’ এবং অন্যরা জানতে পারতেন যে তিনি এমএসসি পাস করেছেন, তাহলে তাঁর ছেলেমেয়েদের সেই কথা বলে উত্যক্ত করতেন। তাই কাউকে বিরক্ত করতে চাননি তিনি। এবং নিজের মতো করেই পড়াশোনা এবং চেষ্টা চালিয়ে গিয়েছেন।

UPSC: মাত্র ২২ বছরেই UPSC পাশ, দেশের কনিষ্ঠতম IAS অফিসার হলেন অনন্যা

About Author