Sai Pallavi: ভালোবাসার কাছে তুচ্ছ হাজারো কটাক্ষ! পরিচালকের সাথে বিয়ে প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন সাই পল্লবী !!

Sai Pallavi: সোশ্যাল মিডিয়ায় যে কোনো অভিনেতা এবং অভিনেত্রীদের সম্পর্কে চর্চা লেগেই থাকে। আর সেটা ব্যতিক্রম হয়নি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর ক্ষেত্রে। কখনো সিনেমা জগত আবার কখনো বা ব্যাক্তিগত জীবন কিছু না কিছু বিষয়ে চর্চা চলতেই থাকে। এবার যেমন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অভিনেত্রীর বিয়ে।

Sai Pallavi

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির পরিচালক রাজকুমার পেরিয়াস্বামীর পাশে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। পরনে আছে দুজনের ম্যাচিং সাদা পোশাক গলায় মালা আর কপালে টিপ। এই সাজ পোশাক দেখে অভিনেত্রী যে সাত পাকে বাঁধা পড়েছেন সেটা আর কোনো নেটিজেনদের বুঝতে বাকি নেই।

Sai Pallavi

সত্যি কারের ভালোবাসার কাছে গায়ের রং যে ফিকে এই ক্যাপশনে এই ছবিটি তুমুল ভাইরাল হয়েছে। আসলে এই ছবিটি পরিচালক রাজকুমার এসকে ২১ ছবির পূজোর সময় তোলা হয়েছিল। আসলে এই ছবিটি অভিনেত্রীর বার্থডে তে শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান পরিচালক। আর সেই ফটো দেখেই বিয়ের গুঞ্জন টা রটে যায় নেট দুনিয়ায়। আর এখন পরিচালক রাজকুমারের একটি ছবিতে কাজ করছেন অভিনেত্রী। আর সেই জন্য গুঞ্জন টি আরও বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে।

কিন্তু এই মন্তব্যে অভিনেত্রী (Sai Pallavi) বেশ বিরক্ত। অভিনেত্রী জানান যে, ‘এমন গুঞ্জন রটলে আমার কিছু যায় আসে না। আমার পাশে আমার পরিবার, বন্ধু বান্ধবরা রয়েছে। একটা পুজোর ছবিকে এডিট করে ছড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ আর কিছু হতে পারে না। এটা জঘন্য রুচির পরিচয় ছাড়া আর কিছুই নয়’।