লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

RPF Constable Vacancy: রেলে RPF-এর বিভিন্ন র‍্যাংকের শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জেনে নিন কীভাবে করবেন আবেদন!

Updated on:

WhatsApp Group   Join Now

RPF Constable Vacancy: প্রতি বছর রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF-এ চাকরি করার স্বপ্ন দেখেন লাখ লাখ যুবক যুবতী। কিন্তু কৃতকার্য হতে পারেন মাত্র গুটি কয়েকজন। তবে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে চাকরির জন্য। আবেদনের মাপকাঠি, যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆নিয়োগকারী পদের নাম:- সাব-ইন্সপেক্টর, কনস্টেবল পদে নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী।

RPF Constable Vacancy

◆শূন্যপদের সংখ্যা: মোট ৪৬৬০টি। তার মধ্যে এসআই (SI) : ৪৫২, কনস্টেবল (Constable) : ৪২০৮।

◆শিক্ষাগত যোগ্যতা: কনস্টেবল পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এই মৌলিক শিক্ষাগত প্রয়োজনীয়তা নিশ্চিত করে, সমস্ত চাকরিপ্রার্থীদের কঠিন এবং প্রয়োজনীয় শিক্ষাগত পটভূমি রয়েছে যা তাদের কাজের দায়িত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। সাব ইন্সপেক্টর এর কাজ আরো জটিল। RPF-এর মধ্যে নেতৃত্বের ভূমিকার জন্য প্রয়োজনীয় উচ্চতর শিক্ষার প্রয়োজন।

RPF Constable Vacancy

আরও পড়ুন:ICF New Job Recruitment 2024: ICF দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

◆বয়সসীমা: কনস্টেবলদের জন্য, ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী বয়স সীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। সাব-ইন্সপেক্টরদের জন্য, প্রার্থীদের ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

◆বেতন: বেতন সংক্রান্ত বিষয়ে জানতে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ুন।

◆নিয়োগ প্রক্রিয়া: রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে আবেদনকারী চাকুরী প্রার্থীদের জন্য নির্দিষ্ট কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষা (CBT 1 এবং CBT 2), ফিজিক্যাল ফিটনেস এবং অবশেষে নথি যাচাইকরণ করার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। সফল প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যেতে প্রতিটি পর্যায়ে উত্তীর্ণ হতে হবে।

RPF Constable Vacancy

◆আবেদন পদ্ধতি:

1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এ যেতে হবে।

2) নিয়োগ বিভাগে গিয়ে ইচ্ছেমত পদ কনস্টেবল বা সাব-ইন্সপেক্টর নির্বাচন করতে হবে।

2)নিয়োগ বিভাগে গিয়ে ইচ্ছেমত পদ কনস্টেবল বা সাব-ইন্সপেক্টর নির্বাচন করতে হবে।

3) সেখানে আপনার বেসিক তথ্য প্রদান করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে রেজিস্টার করতে হবে।

4) এরপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

5) এরপর আপনার সামনে আসা আবেদন পত্রটি প্রয়োজনীয় বিবরণ সহ পূরণ করুন। প্রদত্ত শংসাপত্র ব্যবহার করে লগ ইন করতে হবে।

RPF Constable Vacancy

আরও পড়ুন:ICDS Supervisor Recruitment 2024: এইবার অঙ্গনওয়ারিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের! অনলাইনে করতে হবে আবেদন! জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

6) শিক্ষাগত শংসাপত্র, পরিচয়ের প্রমাণপত্র এবং ছবি সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

7) অনলাইনে আবেদন মূল্য প্রদান করতে হবে।

8) সমস্ত তথ্য সঠিক কিনা তা একবার দেখে নিয়ে আবেদন পত্র জমা দিতে হবে।

9) ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি কপি এবং অর্থপ্রদানের রসিদ প্রিন্ট আউট করিয়ে নিজের কাছে রেখে দিতে হবে।

◆আবেদন ফি: সাধারণ এবং ওবিসি প্রার্থীদের নিবন্ধন ফি হল ৫০০ টাকা। SC, ST, মহিলা এবং প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে। এই আবেদন মূল্য অনলাইনে দিতে হবে।

◆আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ এপ্রিল ২০২৪ থেকে, আবেদনের শেষ তারিখ ১৩ মে ২০২৪।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিজের দায়িত্বে আবেদন করুন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।