লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Railway Ticket Collector Recruitment: ভারতীয় রেলের তরফে একাধিক শূন্যপদে টিকিট কালেক্টর নিয়োগ! মাসিক বেতন সহ নিয়োগ পদ্ধতি জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group   Join Now

Railway Ticket Collector Recruitment: আমরা লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন যাতায়াতের সময় টিকিট কালেক্টর বা TC কিন্তু দেখতে পাবই। অনেকের আবার এই টিকিট কালেক্টর পদে চাকরি করার স্বপ্নও কিন্তু থাকে। এবার তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এই টিকিট কালেক্টরদের নিয়োগ করা হয় NTPC বা Non Technical Popular Category পরীক্ষার মাধ্যমে। তবে ভারতীয় রেলে কীভাবে একজন টিকিট কালেক্টর হওয়া যাবে সেই বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।

Railway Ticket Collector Recruitment

◆পদের নাম: ভারতীয় রেলের এই টিকিট কালেক্টর পদে চাকরিপ্রার্থীদের প্রধানত ট্রেনস ক্লার্ক, CCTC ও সিনিয়র CCTC এই পথগুলিতে নিযুক্ত করা হয়। এই TC বা টিকিট কালেক্টরের সম্পূর্ণ অর্থ হল ট্রেনস ক্লার্ক। ভারতীয় রেলের অন্যতম সম্মানীয় পদ এটি।

◆শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। সিনিয়র CCTC পদের জন্য আবেদন করতে চাইলে স্নাতকোত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন:Electric Bill: সামান্য লাইট ফ্যান চালিয়েই বিল আসছে মাত্রারিক্ত! এই ছোট্ট ভুল হচ্ছে না তো?

◆মোট শূন্যপদের সংখ্যা : একাধিক সূত্র দাবি করেছে ভারতীয় রেল এই পদে প্রায় তিন হাজার জনকে নিয়োগ করতে চলেছে।

◆বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীর আবেদন জানাতে পারবেন ট্রেনস ক্লার্ক ও CCTC পদে। সিনিয়র সিটিসি পদে আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর। এবং সরকারি স্বীকৃত অনুযায়ী SC/ST/OBC/EWS রা নির্দিষ্ট বয়সের ছাড় পাবে।

Railway Ticket Collector Recruitment

◆মাসিক বেতন: নির্বাচিত প্রার্থীদের সপ্তম পেকমিশন অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

◆আবেদন পদ্ধতি: প্রার্থীদের বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্টের দুটি ধাপের মাধ্যমে। ট্রেনস ক্লার্ক পদে যারা আবেদন করবেন তাদের দুটি কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর টাইপিং টেস্ট দিতে হবে।

◆অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়: ভারতীয় রেলের RRB-র পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে সামনের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।