লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Electric Bill: সামান্য লাইট ফ্যান চালিয়েই বিল আসছে মাত্রারিক্ত! এই ছোট্ট ভুল হচ্ছে না তো?

Published on:

WhatsApp Group   Join Now

Electric Bill: ২০২৪ এর তাপপ্রবাহের জন্য জনসাধারণের মধ্যে ফ্যানের ব্যবহার অনেকটাই বেড়ে গেছে শুধু তাই নয় এরপাশাপাশি এসি, ফ্রিজ ইত্যাদি যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে দিন দিন। এর মাঝেই জনসাধারণের মধ্যে চিন্তা বেড়েছে ইলেকট্রিক বিল নিয়ে , ব্যাপারটা একটু বেশি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অতিরিক্ত মাত্রায় ইলেকট্রিক বিল আসলে সেখানে তৈরি হয় সমস্যা। সামান্য কিছু অভ্যাস পাল্টে ফেললেই এই সমস্যার সমাধান করা যাবে।

Electric Bill

সমাধান: যারা বাড়িতে এসি ব্যবহার করেন, তারা বিল বাঁচানোর জন্য কিছু সময় এসি চালানোর পর এসিটিকে বন্ধ করে দেন। কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই এসি বন্ধ করেন রিমোট দিয়ে। কিন্তু তারা আর এসির মেন সুইচ বন্ধ করেন না। এখানেই মাথায় রাখা প্রয়োজন রিমোট দিয়ে এসি বন্ধ হলে শুধুমাত্র ঘর ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটিই বন্ধ হয়। ইলেকট্রিক প্রবাহ কিন্তু চলতেই থাকে। তাই বিল বাঁচাতে চাইলে শুধুমাত্র রিমোট দিয়ে নয়, মেইন সুইচ থেকে বন্ধ করতে হবে। এছাড়াও যে কোন ইলেকট্রিক গেজেট চার্জিং করার সময় ইলেকট্রিক প্লাগ পয়েন্ট ব্যবহার করা হয়। চার্জ হয়ে যাওয়ার পর অনেক সময় সেই প্লাগ পয়েন্টের সুইচটা বন্ধ করা হয় না, এরফলেও কিন্তু বিদ্যুৎ খরচ বাড়তেই থাকে। তাই ফোন, চার্জারের মতো জিনিসগুলি চার্জ দেবার পর সুইচবোর্ডের সুইচটা বন্ধ করতে হবে তাহলেই বিদ্যুৎ বাঁচানো সম্ভব।

Electric Bill

আরও পড়ুন:Job News 2024: রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে চাকরির সুযোগ; এইভাবে করুন আবেদন

এসির তাপমাত্রা যত কমানো হবে বিদ্যুৎ খরচ তত বাড়বে। তাই বেশি ইলেকট্রিক বিল আসা বন্ধ করতে চাইলে, ২৪ থেকে ২৬ ডিগ্রি টেম্পারেচারে চালাতে হবে। তার সাথে ফ্যান চালালেই ঘরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে। বারবার এসি অন আর অফ করলেও বিদ্যুৎ খরচ বেশি হতে পারে। তাই সেই কাজ থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। এছাড়া সময় মত এসি সার্ভিসিং করাতে হবে এতে এসি ভাল থাকে এবং বিদ্যুৎ খরচ কম হয়। তাই প্রয়োজনে এসি চালালেও অতিরিক্ত বিল আসার সম্ভাবনা থাকবে না।

Electric Bill

যদি একটানা ২৪ ঘন্টা ফ্রিজ চালানো হয় তাহলেও অনেক সময় বিল বেশি আসার সম্ভবনা থাকতে পারে। ফ্রিজ একটানা না চালিয়ে মাঝে মাঝে এক ঘন্টার বিরতি দেওয়া প্রয়োজন। তাহলে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে। এছাড়া, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রিক বেশি আসার জন্য দায়ী হতে পারে ইলেকট্রিক ডিভাইসটি। বাড়িতে থাকা ইলেকট্রিক ডিভাইসটির বয়স যদি ১০-১২ বছরের উর্ধ্বে হয়ে থাকে, তাহলে অবশ্যই তা ইলেকট্রিক অফিসের মেকানিক দ্বারা যাচাই করিয়ে নিতে হবে, অনেক সময় পুরনো ইলেকট্রিক ডিভাইসের কারণেও বিল বেশি আসতে পারে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।