লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

‘রাহুল বাইরে বসুক, রোহিতের সঙ্গে ওপেন করুক ঈশান কিষান’, জোরালো দাবি গম্ভীরের

Updated on:

WhatsApp Group   Join Now

এই মুহূর্তে দুজন সঠিক ওপেনারের ভারতীয় ক্রিকেট দলে সবথেকে বেশি প্রয়োজন। রোহিত শর্মা তো রয়েছেন কিন্তু রোহিত শর্মার সাথে ভারতের নির্বাচকরা একজন সঠিক ওপেনারের খোঁজে রয়েছে। এবার ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর এই প্রসঙ্গে মুখ খুললেন।

রোহিত শর্মার সাথে কে এল রাহুল নয় বরং ভারতের তরুণ বিধ্বংসী ব্যাটসম্যান ঈশান কিষাণকে ওপেনার হিসেবে যুক্ত করা হোক গৌতম গম্ভীর মনে করেন। সম্প্রতি রোহিত শর্মা বাংলাদেশ সফরে গিয়ে চোট পাওয়ায় তার পরিবর্তে হঠাৎই ঈশান কিষাণ ব্যাটিং করার সুযোগ পেয়ে যায়। আর সেই ম্যাচে অসাধারণ ডবল সেঞ্চুরি করে ঈশান কিষাণ সারা বিশ্ব ক্রিকেট আলোড়ন ফেলে দিয়েছেন।

বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর সেই সিরিজে নির্বাচকরা শিখর ধাওয়ানকে বাদ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর রোহিত শর্মার সাথে ঈশান কিষাণকেই ওপেনিংয়ে দেখতে চাইছেন।

এই দিন রোহিত শর্মার সাথে কার ওপেন করা উচিত এই নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়? গৌতম গম্ভীর এই প্রশ্নের জবাবে বললেন, “কোন রকম আলোচনা এই ব্যাপারে হাওয়ায় উচিত নয়। নিঃসন্দেহে রোহিত শর্মার সাথে ঈশান কিষাণকেই ওপেন করানো উচিত। বড় ইনিংস খেলার দক্ষতা ওর মধ্যে রয়েছে। ও বাংলাদেশ গিয়ে ওদের মাটিতে ভয়ংকর বোলিং আক্রমণের সামনে যেভাবে ডবল সেঞ্চুরি করেছে তা ক্রিকেট বিশ্বকে অবাক করেছে।”

এছাড়াও গৌতম গম্ভীর বললেন, “এমন একজন ব্যাটসম্যান ঈশান কিষাণ যিনি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন শুরু থেকে, আবার উইকেট ধরে রেখেও দলের প্রয়োজনে ব্যাটিং করতে পারে। তাই নিঃসন্দেহে ঈশান কিষাণকে রোহিত শর্মার সাথে ওপেন করানো উচিত ওয়ানডে ফরম্যাটে।”

About Author