লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Post Office: পোস্ট অফিসের নতুন স্কিম, মাসে ১০০ টাকা জমিয়ে পেয়ে যান ১৬ লাখ টাকা !!

Published on:

WhatsApp Group   Join Now

ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের (Post Office) তরফে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয় জনসাধারণকে। তেমনই এবারেও একটি দূর্দান্ত প্রকল্প এনেছে পোস্ট অফিস। পোস্ট অফিসের একটি দূর্দান্ত স্কিম হল ‘রেকারিং ডিপোজিট স্কিম’ (Post Office Recurring Deposit Scheme)।

এই স্কিম ভারতীয় ডাক বিভাগের এক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Post Office Small Investment Scheme)। এই প্রকল্পের মাধ্যমে অর্থ বিনিয়োগ করে বেশি রিটার্নে টাকা পাওয়া যায়। এই স্কিমে মাসে অন্ততঃ ১০০ টাকা বিনিয়োগ করতে হবে। প্রতি ৩ মাস অন্তর জমা টাকার ওপর সুদ দেওয়া হবে। চক্রবৃদ্ধি হারে এই সুদের টাকা জমা হবে। এই প্রকল্পে সুদের হার ৫.৮%। এই স্কিমের মোট সময়সীমা ৫ বছর। এর চেয়ে কম সময়ের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যাবে না।

এছাড়াও এই স্কিমে কর ছাড়ের সুবিধাও রয়েছে। এই প্রকল্পে ১০ বছরের জন্য মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে গ্রাহকরা ১৬ লাখ টাকার‌ও বেশি পাবেন। এক্ষেত্রে ভারতবর্ষের নাগরিক হলেই হবে। আবার ছোটরা অভিভাবকের তত্ত্বাবধানে এই প্রকল্পে বিনিয়োগের সুযোগ পেয়ে থাকে। 

আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে মিলবে ডাবল টাকা, জানুন বিস্তারিত !!

About Author