লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Post Office Scheme: পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে মিলবে ডাবল টাকা, জানুন বিস্তারিত !!

Published on:

WhatsApp Group   Join Now

Post Office: পোস্ট অফিসে আসন্ন স্কিম নিয়ে দুর্দান্ত টাকা মিলছে। আপনি মিস করে যাচ্ছেন না তো। তাড়াতাড়ি দেখে নিন কিভাবে এই স্কিম করা হচ্ছে। আজকাল মানুষ টাকা সঞ্চয়ের দিক থেকে খুবই সচেতন হয়েছে। কোথায় কিভাবে টাকা রাখলে এবং কি করলে টাকা দিগুন হবে এই বিষয়ে মানুষের ধারণা বাড়ছে বই কমছে না। কিভাবে সুদের হারে টাকা দিগুন করা যায়, কিভাবে কখন টাকা তোলা হবে এসব নিয়ে মানুষ আজকাল একটু বেশিই সচেতন।

এসবের দিকে পোস্ট অফিসে টাকা রাখা নিয়ে মানুষের মনে আশ্বাস তৈরি হয়েছে। মানুষ পোস্ট অফিসে (Post Office) টাকা রাখছেন ও। তেমনি পোস্ট অফিস ও নিত্য নতুন নানা ধরনের স্কিম এর প্রকল্প ও চালু করছে। আজকে এমন একটা স্কিমের কথা শেয়ার করব যেখান থেকে আপনি পেতে পারেন মোটা অঙ্কের সুদ। ১ এপ্রিল থেকে ৭.৫ শতাংশ হারে পাওয়া যাচ্ছে সুদ। কিন্তু এটা কিভাবে করবেন? আসুন জেনে নিন ডিটেলস এ।

পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Time Deposit Account) এই সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না। এই স্কিমের মাধ্যমে আপনি পাবেন ডবল মুনাফা প্লাস থাকছে চওড়া সুদ। ১০ বছরে টাকা দিগুন হতে পারে এই স্কিম টাকা রাখলে।

এই স্কিম টি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট দুই ভাবেই খোলা সম্ভব। কেউ যদি মনে করেন এই স্কিমের মাধ্যমে পোস্ট অফিস এ পাঁচ বছরের টাকা টাকা রাখবেন তাহলে তিনি ৭.৫% হারে সুদ পাবেন। এই স্কিমের মাধ্যমে যারা টাকা জমা করেছেন তারা ১ লা এপ্রিল থেকে ৭.৫% হারে সুদ পাচ্ছেন।

এবং আপনি যত টাকা জমা রেখেছেন টাকা দিগুন হয়ে ফেরত আসবে আপনার স্কিম এর মেয়াদ শেষ হলেই। এই স্কিমের সাহায্যে আপনারা পেতে চলেছেন অনেক সুবিধা। তাই দেরি না করে আপনাদের সুবিধার জন্যে আজ ই পোস্ট অফিসে গিয়ে করে আসুন এই স্কিম টি

আরও পড়ুন: Jio-র গ্রাহক হলেই কেল্লাফতে! দিওয়ালিতে ৭ টি সস্তার ধামাকাদার প্ল্যান আনলো মুকেশ আম্বানির সংস্থা !!

About Author