লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Post Office RD: পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ১৫০ টাকা জমিয়ে মেয়দপূর্তিতে পাবেন ৩ লাখ টাকা! জানুন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Post Office RD: বর্তমান বাজারে জনসাধারণ বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে তাদের উপার্জনের কিছু অংশ জমা করছে বিভিন্ন খাতে, বিভিন্ন ধরনের স্কিম থাকলেও, সেখানে বিভিন্ন ধরনের ঝুঁকিও কিন্তু রয়েছে অনেক। তাই বেশি লাভের আশায় যে কোনও জায়গায় বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে এমন একটি পোস্ট অফিস স্কিম রয়েছে যেখানে ঝুঁকি কম এবং লাভ বেশি। এই ধরনের একটি স্কিম হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট।

Post Office RD

ইতিমধ্যেই অর্থ সঞ্চয় করার জন্য পোস্ট অফিসে বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে বর্তমানে। যার মধ্যে রেকারিং ডিপোজিট (RD) হলো একটি খুবই জনপ্রিয় স্কিম। সূত্রানুসারে বর্তমানে এই স্কিমের মাধ্যমে ৬.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। এই স্কিমের মাধ্যমে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে। মেয়াদ পূর্ণ হবার পর জমাকৃত অর্থ সুদ সমিত তোলা যাবে। এই স্কিমের সর্বনিম্ন মেয়াদ হলো ৫ বছর। এখানে প্রতিমাসে সর্বনিম্ন ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যাবে এবং এর কোনো ঊর্ধ্বসীমা এখনো পর্যন্ত ধার্য করা হয়নি ।

Post Office RD

আরও পড়ুন:Central Bank Of India Recruitment: কোনোপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ! মিলবে ভালো বেতন! জানুন আবেদন পদ্ধতি

প্রতিদিন ১৫০ টাকা করেও জমানো হলে প্রতিমাসে ৪,৫০০ টাকা সঞ্চয় করা যাবে, এরপর যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতিমাসে ৪,৫০০ টাকা জমা করেন তাহলে ৫ বছর পর জমাকৃত আর্থের পরিমাণ হবে ২,৭০,০০০ টাকা এবং ৬.৫০ শতাংশ সুদের হার অনুযায়ী জমাকৃত অর্থের উপর সুদ পাওয়া যাবে ৪৯,৪৬৪ টাকা। অর্থাৎ ৫ বছর পর মোট আমানত হবে ৩,১৯,৪৬৪ টাকা। এইভাবে আপনি ১৫০ টাকা জমিয়ে ৩ লাখ টাকার বেশি পাওয়া যাবে।

পোস্ট অফিসে এই স্কিমের মাধ্যমে যদি উপকৃত হতে হয় তাহলে প্রথমেই পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে হবে। অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই একাউন্ট খোলা যায়। অফলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। এরপর RD স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য এবং এবং বিষয়গুলি জেনে নিতে হবে।

Post Office RD

এরপর ফর্মটি পূরণ করে সঙ্গে পে-ইন-স্লিপ সহ প্রাথমিক আমানত জমা করতে হবে। এখানে নগদ বা চেকের মাধ্যমে টাকা জমা করতে পারা যায়। এবং অনলাইন মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রথমে IPPB অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে,তারপর প্রয়োজনীয় বিবরণ দিয়ে মোবাইল নম্বরে OTP যাচাই করতে হবে,এরপর আধার কার্ড নম্বর লিখে OTP যাচাই করতে হবে,এরপর ব্যাক্তিগত তথ্য, ঠিকানা, হিসেবের তথ্য এবং নমিনির তথ্য দিতে হবে,আবেদন সাবমিট করলে একটি অ্যাকাউন্ট নম্বর এবং একটি গ্রাহক আইডি পাওয়া যাবে,এরপর গ্রাহক আইডি ও জন্ম তারিখ দিয়ে অ্যাপে পিন সেট করতে হবে এবং এরপর লগইন করে মেনু ট্যাবে ক্লিক ওরে ‘Send Money’ বিকল্পে ক্লিক করতে হবে।
এরপর ‘DOP Products’-তে ক্লিক করে RD-তে টাকা জমা করতে হবে।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।