লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Jal Jeevan Mission Yojana Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার জল জীবন মিশন যোজনায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত

Updated on:

WhatsApp Group   Join Now

Jal Jeevan Mission Yojana Recruitment: যারা চাকরি খুজছেন তাদের জন্য এই প্রতিবেদনে রয়েছে একটি খুশির খবর। শুরু হয়েছে কর্মী নিয়োগ জল জীবন মিশন যোজনায়। জল জীবন মিশনের আওতায় প্রতিটি গ্রামের মানুষ ঘরে ঘরে পানীয় জল পাবেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগেই। কিন্তু এর জন্য প্রয়োজন নতুন কর্মী সেই কারণে সম্প্রতি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যে সকল চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তারা অনলাইনের মাধ্যমেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

Jal Jeevan Mission Yojana Recruitment

◆নিয়োগ কারী সংস্থা – নিয়োগ কারি সংস্থা হিসেবে রয়েছে জল জীবন মিশন যোজনা। এই সংস্থার তরফ থেকে পশ্চিমবঙ্গের যে কোন জেলায় থেকে চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
পদের নাম- জলের ট্যাংক দেখাশোনা করার জন্য নিয়োগ করা হচ্ছে কর্মী।

◆মাসিক বেতন – বিজ্ঞপ্তি অনুসারে উল্লিখিত হয়েছে চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার পর মাসিক বেতন ৮০০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত বেতন পাবে। এছাড়াও বেতন সংক্রান্ত আরো বিস্তারিত অফিশিয়াল নোটিসে বলা হয়েছে।

আরও পড়ুন:Para Legal Volunteer Recruitment: এইবার ব্লকে ব্লকে নিয়োগ শুরু প্যারালিগাল ভলেন্টিয়ার! জেনে নিন আবেদন পদ্ধতি

◆আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি – ইমেইল আইডি, পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, পিডিএফ ফরম্যাটে নিজের সিভি। এছাড়াও বিস্তারিত নথি সংক্রান্ত বিষয় অফিশিয়াল নোটিশে প্রকাশিত হয়েছে।

Jal Jeevan Mission Yojana Recruitment

◆আবেদন পদ্ধতি – চাকরি প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন ফর্মটি ওপেন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। করার আগে অবশ্যই একবার যাচাই করে সাবমিট করা উচিত।
আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। আবেদনের শেষ তারিখ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।