লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

Indian Air Force 2024: ভারতীয় বিমানবাহিনীতে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি; জেনে নিন নিয়োগ প্রক্রিয়া থেকে আবেদন পদ্ধতি

Updated on:

WhatsApp Group   Join Now

Indian Air Force 2024 : চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। ভারতীয় বিমানবাহিনীতে বহুল পদে নিয়োগ করা হবে কর্মী। অবিবাহিত পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের মাপকাঠি জেনে নিন আজকের প্রতিবেদনে।

◆পদের নাম: শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ,গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটি ( নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে কর্মী নিয়োগ করা হবে।

Indian Air Force 2024

◆শূন্যপদের সংখ্যা: উক্ত পদগুলি মিলিয়ে মোট ৩০৪ জন কর্মী নিয়োগ করা হবে।

◆শিক্ষাগত যোগ্যতা: ফ্লাইং ব্রাঞ্চে আবেদনের জন্য ম্যাথমেটিক্স এর ফিজিক্সের পঞ্চ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস। সার শতাংশ নম্বর সহগ গ্রাজুয়েশন বা চার বছরের ইঞ্জিনিয়ারিং পাস বা অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সেকশন এ ও বি পরীক্ষায় পাশ। অন্তিম বর্ষা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন তবে তার জন্য সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য মাঝামাঝিক্স ও ফিজিক্সে ১৫ শতাংশ নম্বর থাকা এবং উচ্চ মাধ্যমিকের সমতুল্য পাস থাকা আবশ্যক।

আরও পড়ুন:Axis Bank Job Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এইবার অ্যাক্সিস ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্যের! জানুন আবেদন পদ্ধতি

◆বয়সসীমা: উক্ত পদগুলিতে আবেদনের জন্য পয়লা জুলাই ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ হতে হবে ১ লা জুলাই ২০০১ থেকে ১ লা জুলাই ২০০৫ পর্যন্ত।

◆বেতন: বেতন সম্পর্কিত বসিয়ে সঠিক তথ্য এখনো জন্য যায়নি, বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Indian Air Force 2024

◆আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আরো বিশদে জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

◆আবেদনের সময়সীমা: ২৮ জুন ২০২৪ তারিখ রাত সাড়ে ১১ টা পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবেন।

বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

About Author
Dikshita Gain

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।