লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

আইপিএল খেলা ভারত কেমন পারফরম্যান্স করেছে ? ভারতীয় দলের কাছে প্রশ্ন ওয়াসিম আকরামের !!

Updated on:

WhatsApp Group   Join Now

ভারত বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল। কিন্তু সেই লক্ষ্য আলেক্স হেলস ও ইংলিশ অধিনায়ক জস বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে মামুলি হয়ে যায়। রোহিত-কোহলিরা পাত্তাই পায়নি। এমন হাড়ের পর আইপিএলকে অনেকেই কাঠগড়ায় তুলেছেন। সাবেক পাকিস্তানী অধিনায়ক ওয়াসিম আকরামও তুলেছেন। এই কিংবদন্তি পেসার মনে করেন আইপিএলে খেলোয়াড়দের মানসিকতায় বড় প্রভাব পড়েছে বলে।

স্পোর্টসের প্যাভিলিয়ন শো-তে ওয়াসিম আকরাম ম্যাচ শেষে বললেন, ‘সবাই ভেবেছিল আইপিএল থেকে ভারত উপকৃত হবে। এই আসর ২০০৮ সালে শুরু হয়েছিল। এর আগে ২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। কিন্তু যখন থেকে আইপিএল শুরু হয় তখন থেকে ভারত আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাহলে বলাই যায় যে আইপিএল-এর ফলে ভারতীয় ক্রিকেটে বড় প্রভাব পড়েছে।’

এই সাবেক পাকিস্তানি শুধু ভারতের মাঠে একটি লিগ খেলার নেতিবাচক দিকটিও ব্যাখ্যা করেছেন,
‘আইপিএলের কথা প্রসঙ্গে বলেছি, এশিয়া কাপে আমার ভারতীয় সতীর্থ, যাদের সঙ্গে আমিও কাজ করেছি, তাদের সঙ্গে কথা বলছিলাম যে ভারতীয় ফাস্ট বোলাররা যারা আসে, যা আমি লক্ষ্য করেছি, উদাহরণ হিসাবে আবেশ খানের মতো একজন ফাস্ট বোলার রয়েছে। তিনি ১৪৫ কিলোমিটার বেগে বল করতেন, তিনি ১৪০ এর বেশিতে ধারাবাহিকভাবে করতেন, কিন্তু এক মৌসুম পরে তিনি ১৩০-এ নেমে আসেন। এক মৌসুমেই গতি হারায় তারা।’

একই সাথে প্রশ্ন উঠেছে ভারতীয়দের বিদেশি লিগে খেলতে বাঁধা দেওয়ার বিষয়টি নিয়েও। কারণ কিছুটা হলেও হেলসের বিধ্বংসী ইনিংসের পেছনে উপকৃত করেছে বিগব্যাশে খেলার অভিজ্ঞতা। ভারতের বিরুদ্ধে আগের দিন ৪৭ বলে ৮৬ রানের ইনিংস খেলেন। ৭টি ছক্কা মেরেছেন অ্যাডিলেড অভালের বিশাল বাউন্ডারিতে। আর ম্যাচ শেষে স্বীকার করেছেন যে বিগব্যাশের অভিজ্ঞতা তাকে সাহায্য করেছে।

কিন্তু দুর্ভাগ্যবশত, আইপিএল ছাড়া ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেওয়া হয় না দেশের বাইরে কোন ফ্রাঞ্চাইজি লিগে। জাতীয় দলের টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া তাদের কাছে দেশের বাইরের কন্ডিশন সম্পর্কে জানার খুব একটা সুযোগ নেই। আকরাম মনে করেন তাদের অভিজ্ঞতার অভাব তাড়িত করেছে বলে। আগের দিন সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর আবারো এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

About Author