লেটেস্ট খবরসাফল্যের খবর শিক্ষার খবরঅফবিটটেক নিউজ

কাজ করছে না কেমোথেরাপি, চিকিৎসায় দিচ্ছেন না সাড়া, গভীর সঙ্কটজনক পেলে !!

Updated on:

WhatsApp Group   Join Now

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই বিশ্বজুড়ে ক্রীড়া প্রেমীরা ‘ফুটবল সম্রাট’ পেলের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন। বৃহস্পতিবার ফুটবল বিশ্ব কিছুটা স্বস্তি পেয়েছিল পেলের শারীরিক পরিস্থিতি উন্নতির খবরে। কিন্তু শনিবার আবার পেলের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছে ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক বলে।

গত ২৯ শে নভেম্বর পেলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছিল ফুটবল কিংবদন্তি সাও পাওলোর হৃদযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ার কারণে একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে পেলে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এছাড়া, কেমোথেরাপিও চলছিল মলাশয়ের ক্যান্সার থাকার কারণে। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু শরীর ফুলে যাওয়ার সমস্যাটা নতুন ছিল। পেলের চিকিৎসা চলছে মেডিকেল বোর্ড গঠন করে।

কিন্তু ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শনিবার, পেলের শরীরে কাজ করছে না কেমোথেরাপি। কোন চিকিৎসায় কিংবদন্তি ফুটবলার সাড়া দিচ্ছেন না। বর্তমানে পেলেকে ‘প্যালিয়াটিভ কেয়ারে’ রাখা হয়েছে। যখন কোন চিকিৎসাই রোগীর শরীরে কাজ করে না, তখনই প্যালিয়াটিভ কেয়ারে তাকে রাখা হয়। এই পদ্ধতিটি হল রোগীর শরীরের কষ্ট কমানোর জন্য। তবে চিকিৎসকরা এখনই কিছু জানাতে পারছে না।

পেলের অসুস্থতার খবর পেয়ে বিশ্বকাপ খেলতে ব্যস্ত থাকা ব্রাজিল দল তার দ্রুত সুস্থতার কামনা করছে। তার দ্রুত সুস্থতা কামনা করে নেইমারের তরফেও আলাদা করে বার্তা দেওয়া হয়েছে। পেলের দ্রুত আরোগ্য কামনা করছেন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা।

About Author